সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন শেষ
2024-07-18 18:43:22

জুলাই ১৮: চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন ১৫ থেকে ১৮ জুলাই পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে।

অধিবেশন পরিচালনা করেছে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং এতে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন।

পূর্ণাঙ্গ অধিবেশনে সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো’র প্রদত্ত সি চিন পিং-এর কর্মপ্রতিবেদন শোনা ও আলোচনা করা হয় এবং ‘আরও ব্যাপকভাবে সংস্কার গভীরতর করা এবং চীনের বৈশিষ্ট্যময় আধুনিকীকরণ প্রচারে সিপিসি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত’ যাচাই ও গৃহীত হয়।

পূর্ণাঙ্গ অধিবেশনে নতুন যুগে সার্বিকভাবে সংস্কার গভীরতর করার সুষ্ঠু অনুশীলন এবং মহান অর্জনের কথা বলা হয়। চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন সংস্কার ও উন্মুক্তকরণের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। জটিল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পরিস্থিতি, নতুন দফায় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিপ্লব, শিল্পের রূপান্তর এবং জনগণের নতুন প্রত্যাশার সামনে অবশ্যই সংস্কারকে আরও বিশেষ অবস্থানে রাখতে হবে।

 

অধিবেশনে উল্লেখ করা হয় যে, সংস্কার আরও ব্যাপকভাবে গভীরতর করার সামগ্রিক লক্ষ্য হল চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র ব্যবস্থা উন্নতি করা,  জাতীয় শাসনব্যবস্থা এবং শাসন ক্ষমতার আধুনিকীকরণ উন্নীত করা। ২০৩৫ সালের মধ্যে একটি উচ্চ-স্তরের সমাজতান্ত্রিক বাজার অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে, চীনের বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক ব্যবস্থা আরও উন্নত করা হবে, জাতীয় শাসনব্যবস্থা এবং শাসন ক্ষমতা আধুনিকীকরণ করা হবে এবং সমাজতান্ত্রিক আধুনিকীকরণ বাস্তবায়িত হবে। এই শতাব্দীর মাঝামাঝি সময়ে একটি আধুনিক এবং শক্তিশালী দেশ গঠনের দৃঢ় ভিত্তি স্থাপন করা হবে।

 

অধিবেশনে বলা হয়, আধুনিক সমাজতান্ত্রিক দেশকে ব্যাপকভাবে গড়ে তোলার প্রথম মিশন হল উচ্চমানের উন্নয়ন। আমাদের অবশ্যই নতুন উন্নয়ন ধারণার সঙ্গে সংস্কারের নেতৃত্ব দিতে হবে, নিজেদেরকে ভিত্তি করে নতুন বিকাশ করতে হবে, সরবরাহ খাতের কাঠামোগত সংস্কার আরও গভীর করতে হবে।

 

অধিবেশনে বলা হয়, উন্মুক্তকরণ হল চীনের বৈশিষ্ট্যময় আধুনিকীকরণের একটি স্বতন্ত্র লক্ষণ। চীনকে অবশ্যই বহির্বিশ্বের জন্য উন্মুক্তকরণের মৌলিক জাতীয় নীতি মেনে চলতে হবে, উন্মুক্তকরণের মাধ্যমে সংস্কার প্রচারে অবিচল থাকতে হবে, দেশের অতি-বৃহৎ বাজার সুবিধার উপর নির্ভর করতে হবে, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে উন্মুক্তকরণের ক্ষমতা উন্নত করতে হবে এবং একটি নতুন উচ্চতর স্তরের উন্মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। বৈদেশিক বাণিজ্য ব্যবস্থার সংস্কার গভীর করতে হবে, বিদেশি বিনিয়োগ এবং বহির্মুখী বিনিয়োগ ব্যবস্থাপনা ব্যবস্থার সংস্কারকে গভীর করতে হবে। ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ ব্যবস্থা সুসংহত করতে হবে।

 

অধিবেশনে  বলা হয় যে, চীনের বৈশিষ্ট্যময় আধুনিকীকরণ মানে মানুষ এবং প্রকৃতি সুরেলা সহাবস্থান করা। চীনকে অবশ্যই পরিবেশগত সভ্যতার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা উন্নত করতে হবে, কার্বন হ্রাস, দূষণ হ্রাস, সবুজ সম্প্রসারণ ও বৃদ্ধি সমন্বিতভাবে প্রচার করতে হবে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা করতে হবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)