স্যুইচুন
2024-07-17 16:10:25

স্যুইচুন, ১৯৮৮ সালের ২৫ জুলাই চীনের আনহুই প্রদেশের পেংপু শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের একজন সৃজনশীল কণ্ঠশিল্পী।

২০০৬ সালে ১৭ বছরের স্যুইচুন ৪ শ ইউয়ান নিয়ে অপরিচিত হাংচৌ শহরে চলে যান। সেখানে তিনি বেশ কয়েকজন সিনিয়র গায়কের সাথে পরিচিত হন। তাঁরা স্যুইচুনকে সংগীতের জগতে নিয়ে আসেন।

 

শুনছিলেন স্যুইচুনের গান ‘প্রেমের গুলি লেগেছে গায়ে’। গানটি তাঁর ২০১৬ সালের ২৬ আগস্টে প্রকাশিত প্রথম অ্যালবাম ‘ওয়ানসোং পর্বত’ থেকে নেওয়া। আসলে, ২০০৬ সালে ১৮ বছরের স্যুইচুন অন্যান্য সঙ্গীতজ্ঞের সঙ্গে ‘ব্রহ্মা’ নামের ব্যান্ড প্রতিষ্ঠা করেন। ২০০৯ সালে ব্যান্ডটি একটি প্রতিযোগিতায় চেচিয়াং প্রদেশের চ্যাম্পিয়ন হয়। কিন্তু কোনো কারণে ব্যান্ডটি ভেঙ্গে যায়। ২০১০ সালে স্যুইচুন তাঁর স্প্যানিশ বন্ধু বেনাটের সঙ্গে আরেকটি ব্যান্ড গঠন করেন। পরে বেনাট স্বদেশে ফিরে গেলে, সেটিও ভেঙ্গে যায়। তারপর স্যুচুন পরপর কানের গাছ ও উখং নামে ব্যান্ড গঠন করেন। একই বছর তিনি নিজের নামে ‘গাছ ব্যান্ড’ প্রতিষ্ঠা করেন এবং যথাক্রমে বেশ কয়েকজন সদস্য নিয়ে ছোট গ্রুপ গঠন করেন। বন্ধুরা, এখন আমি স্যুইচুনের অন্য একটি গান আপনাদের শোনাব, কেমন? গানের নাম ‘২৯’। গানটি ছিল ২০১৭ সালের ২৯ জুন তাঁর প্রকাশিত একক গান। সেটি ছিল ৩০ বছরে প্রবেশ করা স্যুইচুন নিজের জন্য রচিত একটি গান। 

 

২০১৮ সালের ২ এপ্রিল স্যুইচুন নতুন গান “আমাদের গল্পের শুরু টাকা দিয়ে নয়” প্রকাশ করেন। গানটিতে সমাধি পরিষ্করণ দিবসে সাধারণ মানুষের মনের ভাব প্রকাশ করা হয়। তিনি গানটি উত্সর্গ করেন তাদের জন্য, যাদের জীবন কষ্টের, সংগ্রামের। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি ‘‘আমাদের গল্পের শুরু টাকা দিয়ে নয়’’ গানটি আপনাদের শোনাব, কেমন? 

২০১৮ সালের ১৫ মে স্যুইচুন নতুন গান ‘নিজের কাছে’ প্রকাশ করেন।  গানটি শুধু একটি হৃদয়ের গান নয়, বরং হৃদয়ের দিকে তাকানোর প্রচেষ্টা।


২০২৩ সালের ১ ডিসেম্বর স্যুইচুন ‘এটা খুলে দাও’ নামের অ্যালবাম প্রকাশ করেন। এতে মোট ১০টি গান অন্তর্ভূক্ত করা হয়। অ্যালবামটি প্রকাশিত হয় একটি সন্ধিক্ষণে। তিনি ক্ষতির আশঙ্কা বুঝতে পারলেন, দেখতে পেলেন জীবন সম্পর্কে তার অনেক অপূর্ণ প্রত্যাশা ছিল। এ প্রেক্ষাপটে অতিতের বন্ধন থেকে মুক্ত হয়ে, ভবিষ্যতের নতুন সম্ভাবনার কথা বলেছেন তিনি ‘এটা খুলে দাও’ অ্যালবামে। স্যুইচুন বলেন, যখন তিনি ‘২৯’ গানটি লেখেন, তখন মনে করতেন তিনি একটি গৃহহীন কুকুরের মতো। 



গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদেরকে স্যুইচুনের ‘এই সময়ে কেউ কথা বলে না’ শীর্ষক গানটি শোনাব।


 

(প্রেমা/আলিম)