বাই শিয়াওবাই
2024-07-16 14:25:32

বাই শিয়াওবাই তার আসল নাম বাই ইয়াং। তিনি ১৯৯৪ সালের ১ জানুয়ারি চীনের চিলিন প্রদেশের ছাংছুন শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন গায়ক ও অভিনেতা।

২০১৫ সালের জুলাই তিনি ‘তুমি বলেছিলে তুমি এভাবে সম্পর্ক ছিন্ন করেছ’ নামে অ্যালবাম প্রকাশ করেন। এতে মোট ৫টি গান অন্তর্ভুক্ত করা হয়। ২০১৬ সালের আগস্ট মাসে তিনি ‘মঞ্চ’ নামে অ্যালবাম প্রকাশ করেন। এতে মোট ৩টি গান রাখা হয়। একই বছর তিনি ‘অতিবর্জ্য’ নামে চলচ্চিত্রে অভিনয় করেন।

“যখন একা থাকি, সব সময় আকাশের দিকে তাকিয়ে থাকি। ফ্যান্টাসির জানালায় বসি, বাতাস খুব মৃদু। সেপ্টেম্বরের শুরুর দিকে শরৎ, সাইকেলও বোকার মতো অপেক্ষা করলো। ছেলের বিয়ার সমুদ্রের স্রোতে বয়ে যায়। একাকী যাত্রা আমাকে নিঃসঙ্গ করে। মাঝে মাঝে পিছনে ফিরে দেখি, কিন্তু কেউ আমার হাত ধরে না। বড় হয়ে শেখার পরও কোনো কারণ নেই। কারণ রাস্তা দিয়ে হাঁটতে হয়। একা যাত্রা আমাকে আবার দূরে নিয়ে গেছে। কল্পনা করি, তোমার আতশবাজি শেষ পর্যন্ত অপেক্ষা করবে। যদিও আমি নস্টালজিক অনুভব করছি, তবুও আমাকে চলে যেতে হবে।” বন্ধুরা, কথাগুলো বাই শিয়াওবাই’র ‘একক যাত্রা’ শীর্ষক গানের অংশ। তিনি গানটি প্রকাশ করেন ২০১৮ সালের ডিসেম্বরে।

 

“আমরা একটি পরিচিত শহরে, একে অপরের যত্ন নিন। খুব কাছে আছিই কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না। ব্যস্ত শহরে আমার কোনো ছায়া নেই। আমাদের ছোট্ট ভালোবাসার প্রতি কে মনোযোগ দেবে? ব্যস্ত শহরে প্রেম এখানে ডুবে যাচ্ছে। কারণ আমাদের সবার জীবনেই শৃঙ্গার আছে। মানুষের ভিড়ের মধ্যেই আবার একে অপরকে আলিঙ্গন করি, এই পরিচিত শহরে বসবাস চালিয়ে যাব।”

বন্ধুরা, কথাগুলি ছিউছিউ নামে একজন শিল্পীর সঙ্গে বাই শিয়াওবাইয়ের গাওয়া ‘পরিচিত শহর’ নামের দ্বৈত গানের।

২০১৯ সালের ৩১ জানুয়ারি বাই শিয়াওবাই ‘যেদিন আমরা সবাই বৃদ্ধ হব’ নামে অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের শিরোনাম গানটি প্রেমের স্নেহময় চিত্রেপূর্ণ। এতে প্রকাশিত হয়েছে যে, যদিও সময় চলে যায় এবং চেহারা পুরানো হয়ে যায়। তবু দু’জন হাত ধরে রেখে, একসাথে পরিচিত গান গাইতে পারে। একে অপরের উপর নির্ভর করতে পারে এবং প্রতিদিন ও রাত একসাথে কাটাতে পারে। এই ধরনের ভালবাসাকে সমগ্র বিশ্বের কাছে ঘোষণা করার প্রয়োজন নেই, শুধু একে অপরের মধ্যে গভীর নির্ভরতা এবং গর্ব থাকে, সেটি যথেষ্ট। 

 

‘শুধু তোমার জন্য থাকতে চাই’ বাই শিয়াওবাই’র একটি গান। গানটিতে কারো জন্য গভীর আকাঙ্ক্ষা বর্ণনা করা হয় এবং এই আকাঙ্ক্ষা সময় ও স্থানকে বিস্তৃত করে আবেগে পরিণত হয় যা নায়ককে ছেড়ে দেওয়া যায় না। একই সাথে, গানটি হারিয়ে যাওয়া ভালবাসার অসহায়ত্ব এবং ভবিষ্যতের ভালবাসার প্রত্যাশার পাশাপাশি জীবনের সেই সুন্দর মুহুর্তগুলির জন্য গভীর নস্টালজিয়াও প্রতিফলিত করে যা বাঁচানো যায় না। গানটি কেবল প্রেমের প্রশংসাই নয়, বরং জীবনের যা হারায় এবং পুনরাবৃত্তি করা যায় না সেগুলো ভালো সময়ের স্মৃতি। 

 

‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষে আমি বাই শিয়াওবাই’র আরেকটি গান আপনাদেরকে শোনাবো। গানের নাম ‘সে বছর’ । 

(প্রেমা/হাশিম)