জাম্বিয়ার প্রথম স্মার্ট গ্রামের সাইট উন্মোচন করেছ চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে
2024-07-15 10:00:51

চীনের হুয়াওয়ে কোম্পানি ৫ জুলাই জাম্বিয়ার দক্ষিণ প্রদেশের নামওয়ালা জেলার মুচিলা গ্রামে দেশটির প্রথম স্মার্ট গ্রাম প্রকল্পের সাইট উন্মোচন করেছে। দেশটির প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা অনুষ্ঠানে অংশ নেন।

ভাষণ দেওয়ার সময় হিচিলেমা হুয়াওয়ে’র স্মার্ট গ্রাম প্রকল্পের প্রশংসা করে বলেন, প্রকল্পটি স্থানীয় গ্রামবাসীদের জীবন আরো উন্নত করবে। চীনা প্রতিষ্ঠান অব্যাহতভাবে জাম্বিয়া সরকারের সঙ্গে সহযোগিতা জোরালো করবে এবং স্থানীয় জনগণের জন্য আরো বেশি কল্যাণ সৃষ্টি করবে বলে তিনি প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে জাম্বিয়ায় চীনা অস্থায়ী রাষ্ট্রদূত ওয়াং শেং বলেন, স্মার্ট গ্রাম প্রকল্প জাম্বিয়ার রাষ্ট্রীয় তথ্য যোগাযোগ কৌশলের সঙ্গে সংগতিপূর্ণ এবং চীন-জাম্বিয়া সহযোগিতার উচ্চমানের উন্নয়ন বাস্তবায়নের আরেকটি প্রতিফলন। এটি জাম্বিয়ার মোবাইল ও ইন্টারনেট সংযোগ, দূরশিক্ষণ ও চিকৎসা, বিশেষ করে সৌরবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে দূরবর্তী গ্রামীণ অঞ্চলে বিদ্যুতায়ন বেগবান করবে।

সাব-সাহারান আফ্রিকায় হুয়াওয়ে কোম্পানির ভাইস-প্রেসিডেন্ট লি ফেই জানান,  মুচিলা স্মার্ট গ্রাম প্রকল্পের নির্মাণ ইন্টারনেট, বিদ্যুত্, শিক্ষা ও চিকিৎসাসেবা চালু করেছে। তিনি আশা করেন, জাম্বিয়ার সকল গ্রাম ভবিষ্যতে স্মার্ট ‘গ্রাম’ হবে।

জানা গেছে, মুচিলা স্মার্ট গ্রাম সাইটে রয়েছে একটি ক্ষুদ্রাকৃতি সৌর বিদ্যুত্ কেন্দ্র, একটি যোগাযোগ টাওয়ার এবং একটি স্মার্ট ক্লাসরুম। একটি স্থানীয় স্কুল, একটি ক্লিনিক ও গ্রামবাসীদের বাসস্থানের জন্য বিদ্যুত্ সরবরাহ করার পাশাপাশি গ্রামের জন্য মোবাইল যোগাযোগ ও ইন্টারনেট পরিষেবা সরবরাহ করতে পারে সাইটটি।

(প্রেমা/হাশিম)