জুলাই ১৩: গতকাল (শুক্রবার) চীনের বিদেশি বাণিজ্যের চলতি বছরের প্রথমার্ধের তথ্য প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, পণ্য বাণিজ্যের আমদানি ও রপ্তানির মোট পরিমাণ ২১.১৭ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ৬.১শতাংশ বেড়েছে এবং আগের সুষ্ঠু অবস্থা বজায় রয়েছে। বছরের প্রথমার্ধে চীনের বিদেশি বাণিজ্য উন্নয়নের তিনটি সূচক দেখা যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে সিএমজি সম্পাদকীয়।
ব্রিটেনের ‘ফাইন্যান্সিয়াল টাইমস’সহ একাধিক বিদেশি গণমাধ্যম মনে করে, পশ্চিমা দেশগুলো চীনের সঙ্গে ‘বিচ্ছিন্নতার’ তত্ত্ব প্রচার করছে; যুক্তরাষ্ট্র ও ইইউ চীনা পণ্যের উপর অতিরিক্ত ও অযৌক্তিক শুল্ক আরোপ করছে। এসব নেতিবাচক প্রেক্ষাপটে, চীনের বিদেশি বাণিজ্যের এমন সাফল্য সহজ নয়।
চীনের বিদেশি বাণিজ্যের সাফল্যের বৈশিষ্ট্য কি কি? প্রথমটি হলো আকার আরও বাড়ছে। চলতি বছরের প্রথমার্ধে, চীনের আমদানি ও রপ্তানি পরিমাণ প্রথম ২১ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। যা একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
দ্বিতীয়ত, আরও উচ্চ গুণগত মান। এ বছরের প্রথমার্ধে, সাধারণ বাণিজ্যের আমদানি ও রপ্তানির পরিমাণ মোট পরিমাণের ৬৫ শতাংশ হয়েছে। যা বাণিজ্য বৃদ্ধির মৌলিক শক্তিতে পরিণত হয়েছে। এ ছাড়া চীনের নতুন জ্বালানিচালিত গাড়ি, লিথিয়াম ব্যাটারি, ও ফটোভোলটেইক পণ্য আন্তর্জাতিক বাজারে ক্রমেই জনপ্রিয় হচ্ছে। যা চীনের বিদেশি বাণিজ্যের গুণগত মান উন্নয়নের জন্য শক্তিশালী প্রাণশক্তি যুগিয়েছে।
চীনের বিদেশি বাণিজ্যের আকার বড় হচ্ছে, গুণগত মানও উন্নত হচ্ছে। তা বিশ্বের জন্য আরও সুযোগ বয়ে আনবে। চীন বিভিন্ন দেশকে সাশ্রয়ী, কিন্তু উচ্চ গুণগত মানের পণ্য প্রদান করছে। এ ছাড়া চীন বিভিন্ন দেশের পণ্যের জন্য বিপুল একটি ভোগ বাজার প্রদান করছে। চীন সরকার অব্যাহতভাবে ধারাবাহিক উন্মুক্তকরণ ইতিবাচক নীতি চালু করছে। এর ফলে বিভিন্ন দেশের বৈশিষ্ট্যময় পণ্য চীনা বাজারে প্রবেশ করা আরও সহজ হবে। বিদেশি বিনিয়োগের শিল্পপ্রতিষ্ঠান চীনের উন্নয়ন থেকে আরও বেশি সুযোগ লাভ করবে।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের সবচেয়ে নতুন প্রতিবেদন ‘বিশ্ব বাণিজ্যের পরিস্থিতির’ পূর্বাভাস অনুসারে, আন্তর্জাতিক বাণিজ্য চলতি বছরের প্রথম প্রান্তিকে পুনরুদ্ধার হবে। তবে, তারপরও বিশ্ব বাণিজ্যের ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক সংরক্ষণবাদ-সহ নানা সমস্যার মুখে পড়েছে। এ জটিল ও পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিবেশে, চীনের অর্থনীতি বিশ্বের জন্য উচ্চ গুণগত মানের উন্নয়নের সুযোগ ও সুবিধা দেবে বলে সিএমজি সম্পাদকীয়তে বলা হয়।
(আকাশ/তৌহিদ/ফেইফেই)