‘আসলে’
2024-07-10 15:56:21

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী শুয়েই জি ছিয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

শুয়েই জি ছিয়ান, ১৯৮৩ সালের ১৭ জুলাই চীনের শাংহাই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষার সঙ্গীত মহলের একজন পুরুষ কণ্ঠশিল্পী। তিনি একই সঙ্গে একজন অভিনেতা ও গীতিকারও বটে।

২০০৬ সালে শুয়েই জি ছিয়ান নিজের নামে প্রথম অ্যালবাম ‘শুয়েই জি ছিয়ান’ প্রকাশ করেন। এরপর ‘গুরুগম্ভীর তুষার’ গানটি দিয়ে তিনি সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। ২০০৭ সালে শুয়েই জি ছিয়ান নিজের দ্বিতীয় অ্যালবাম ‘তুমি কি ভালো আছো?’ প্রকাশ করেন। একই বছর শুয়েই জি ছিয়ান শাংহাইয়ে নিজের প্রথম কনসার্ট আয়োজন করেন।

বন্ধুরা, এখন শুনুন শুয়েই জি ছিয়ানের কণ্ঠে ‘আসলে’। গানের কথায় বলা হয়, কোনো অজুহাত লাগে না। ভালোবাসা না থাকলে চলে যাও। আমি শুনতে চাই না। তুমি বলো নি। আমরা শান্তভাবে পরস্পরের হাত ছেড়ে দিয়েছি। সিদ্ধান্ত নিলে আর পিছনের দিকে তাকিও না। যে মানুষ আমাকে ভালোবাসে না, আর তাকে রাখা যাবে না। বিদায়ের সময় দুঃখময়, তা বলা যায় না! তোমাকে ছাড়া আমিও ভালো থাকবো।

আচ্ছা, শুনুন এই গানটি।

বন্ধুরা, এখন শুনুন শুয়েই জি ছিয়ানের গান ‘গুরুগম্ভীর তুষার’। গানের কথায় বলা হয়, বরফের মধ্যে পড়ে থাকা আমার দাগ প্রতিফলিত করে। গভীর রাতে, এটাই ভালবাসা। গোপনে আমার হৃদয় নিয়ন্ত্রণ করা। আমাকে মনে করিয়ে দিও যে আমি যদি তোমাকে ভালোবাসি, আমাকে সবসময় থাকতে হবে। শান্ত সঙ্গীত এখনও ভালবাসা। আমার হৃদয় ধাপে ধাপে গ্রাস করে। তোমার প্রেমে পড়ে আমি নিজেকে হারিয়ে ফেলেছি।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন শুয়েই জি ছিয়ানের গান ‘অসংখ্য’। গানের কথায় বলা হয়, একটি বাস্তব জায়গা আছে। যৌগিক চোখ দৃশ্যমান রংয়ের সঙ্গে মানুষের পকেট রাগ বা দুঃখের ভান করার দরকার নেই। আমাকে বলুন আপনি সত্যিই বিদ্যমান পাহাড় ও নদীর উপর দিয়ে যান এবং তা আবার শুরু করুন। দয়া করে আমাকে স্বাধীনতা দিন। আমরা কি সেই জঘন্য ব্যবসা বন্ধ করতে পারি? অসংখ্যবার ডুবে যায় মানুষ। কেন এখনও হাজার মাইল দূরে একটি নৌকা ভ্রমণ?

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো শুয়েই জি ছিয়ানের আরেকটি গান, গানের নাম ‘প্রাণীজগত’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী শুয়েই জি ছিয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।
(শুয়েই/তৌহিদ)