আন্তর্জাতিক যোগাযোগ পরিষেবায় প্রবেশ ও প্রস্থান ব্যুরোকে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের লাইসেন্স
2024-07-10 18:51:06

জুলাই ১০: চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে যে, তারা আজ (বুধবার) একটি কর্মসম্মেলনে চায়না টেলিকম, চায়না মোবাইল এবং চায়না ইউনিকমকে লাইসেন্স প্রদান করেছে এবং কুয়াংসির নাননিং, শানতোংয়ের ছিংতাও, ইউননানের খুনমিং এবং হাইনানের হাইখৌতে আন্তর্জাতিক যোগাযোগ পরিষেবায় প্রবেশ ও প্রস্থান ব্যুরোকে অফিস স্থাপনের অনুমোদন দিয়েছে।

গ্লোবাল নেটওয়ার্কের সাথে সংযুক্ত একটি আন্তর্জাতিক যোগাযোগ হাব হিসাবে আন্তর্জাতিক যোগাযোগ পরিষেবায় প্রবেশ ও প্রস্থান ব্যুরো চীনের বৈদেশিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো। শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী চিন চুয়াংলোং বলেন, সদ্য প্রতিষ্ঠিত আন্তর্জাতিক যোগাযোগ পরিষেবায় প্রবেশ এবং প্রস্থান ব্যুরোকে কাজে লাগিয়ে বহিরাগত আন্তঃসংযোগ চ্যানেল বিস্তৃত করার সুযোগ গ্রহণ করা, আন্তর্জাতিক যোগাযোগ উন্নয়ন, তত্ত্বাবধান ও সুরক্ষার ক্ষেত্রে ভালভাবে কাজ করা, তথ্য যোগাযোগ শিল্পে প্রতিযোগিতামূলক সুবিধা এবং নেতৃস্থানীয় অবস্থান সুসংহত করা, আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্য ও শিল্পায়নের গভীর একীকরণকে উন্নীত করা সম্ভব হবে।

(লিলি/হাশিম/স্বর্ণা)