জুলাই ৯: গিনি-বিসাউ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো আজ (মঙ্গলবার) থেকে আগামী ১৩ জুলাই পর্যন্ত চীনে রাষ্ট্রীয় সফর করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল (সোমবার) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
মুখপাত্র বলেন, এ সফর দু’দেশের সম্পর্ককে গভীরতর করবে ও দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাড়াবে।
লিন চিয়ান বলেন, বিংশ শতাব্দির সত্তুরের দশকে, চীনা জনগণ, গিনি-বিসাউয়ের স্বাধীনতা ও মুক্তির সংগ্রামকে দৃঢ়ভাবে সমর্থন করেছিল। আর, সাম্প্রতিক বছরগুলোতে উভয় পক্ষ একে অপরকে মূল স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে সমর্থন করে আসছে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে দু’দেশের মধ্যে কার্যকর সহযোগিতাও চলছে।
মুখপাত্র আরও বলেন, সফরের সময় সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হবে প্রেসিডেন্ট এমবালো। চীনা প্রধানমন্ত্রীও তাঁর সঙ্গে দেখা করবেন। (রুবি/আলিম)