হাংগাই ব্যান্ড
2024-07-09 15:42:54

‘হাংগাই ব্যান্ড’ চীনের মূল-ভূখণ্ডের একটি জাতীয় রক সংগীতদল। দলটি মঙ্গোলীয় জাতির আটজনকে নিয়ে গঠিত। ২০০৪ সালে ব্যান্ডটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। ২০০৭ সালে হাংগাই ব্যান্ড প্রথম তার নিজের নামে অ্যালবাম ‘হাংগাই’ প্রকাশ করে।

হাংগাই ব্যান্ড বিশ্ববিখ্যাত। তাদের সংগীত ভাষার সীমা অতিক্রম করে, বিশ্বের অনুরাগীদের ভালোবাসা কুড়িয়েছে। ব্যান্ডটির সংগীত শিল্প-কর্মের স্বতন্ত্র জাতীয় বৈশিষ্ট্য আছে। পাশাপাশি, রক সংগীতের শক্তি ও তেজীয়ানও দেখায়। তারা সাফল্যের সঙ্গে ঐতিহ্যবাহী ও আধুনিক সংগীত উপাদান সংযুক্ত করেছে, বৈশিষ্ট্যময় সংগীতশৈলী সৃষ্টি করেছেন। ২০১০ সালের অক্টোবরে হাংগাই ব্যান্ড তার দ্বিতীয় অ্যালবাম ‘যিনি দূর ভ্রমণ করে’ প্রকাশ করে। এতে মোট ১৪টি গান রয়েছে। ২০১১ সালের এপ্রিলে অ্যালবামটি ১১তম টপ চায়নিজ মিউজিক অ্যাওয়ার্ডসে ‘সেরা রক অ্যালবাম’ পুরস্কার জেতে। আচ্ছা বন্ধুরা, এখন আমি তাহলে অ্যালবাম থেকে একটি গান বাছাই করে আপনাদের শোনাই, কেমন? গানের নাম ‘সিগার সিগার’।

 

হাংগাই ব্যান্ড সংগীতর অন্বেষণের পথে আরো দূরে এগিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন ধরনের সংগীতশৈলী সংযুক্ত করেছে, বহু সংগীতশৈলীর উপাদান ব্যাপকভাবে সংযুক্ত ও উদ্ভাবন করার চেষ্টা করছে। তাদের সংগীত বিভিন্ন বয়সের অনুরাগীদের হৃদয় জয় করতে পারে। “উত্তরের অ্যাকনাথেরাম স্পলেন্ডেনস” হলো হাংগাই ব্যান্ডের গাওয়া মঙ্গোলীয় জাতির লোক গান। গানটি একই নামে অ্যালবামে আছে। বন্ধুরা, তাহলে এখন আমি অ্যালবামের শিরোনাম গানটি আপনাদের শোনাব, কেমন?

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি যে ‘‘পাইবল্ড’’ গানটি আপনাদের শুনিয়েছিলাম, তা হাংগাই ব্যান্ড শোবিজ জগতে পা রাখার পর প্রকাশিত পঞ্চম অ্যালবাম। অ্যালবামটিতে ব্যান্ডের বৈশিষ্ট্যময় সংগীতশৈলী আছে। অ্যালবামে রাখা গানগুলি মঙ্গোলীয় সংগীতের কেন্দ্রীয় বিষয় বজায় রাখার ভিত্তিতে বহুমুখী সংস্কার ও উদ্ভাবন করে, সংগীতের স্টাইল ও পরিবেশনসহ বিভিন্ন দিকে আরো বেশি সম্ভাব্য চেষ্টা ও অতিক্রম করা হয়। ‘বিশ্বকে প্রাচ্য দেখানো’ হলো অ্যালবামের লক্ষ্য। এর পাশাপাশি হাংগাই ব্যান্ডের মূল উদ্দেশ্য ভুলে না-যাবার সংগীত পথে আন্তরিক প্রতীক্ষার প্রতিফলন। অ্যালবামে রাখা ‘উদিত সূর্য’ গানটি বৈশিষ্ট্যময় একটি মঙ্গোলীয় লোক গান। গানটিতে এক পুরুষের প্রেমের প্রতিশ্রুতির জন্য অপেক্ষা ও অনুভূতির কথা বলা হয়। যদিও এটি অসহায় জেদ, তবুও গানে দৃঢ় ও শক্তিশালী ছন্দে হাংগাই ব্যান্ডের সংকল্প এবং জ্বলন্ত রক সংগীত অনুভূতি দেখায়। এ ছাড়া অ্যালবামে তিনটি বিংশ শতাব্দীর ৭০ ও ৮০-এর দশকে মঙ্গোলীয় তৃণভূমির জনপ্রিয় গান রয়েছে। ‘শাংহাই-এ উত্পাদিত ট্রানজিস্টার’ এর মধ্যে অন্যতম। 

 

গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তাহলে বিদায় নেবার আগে আমি আপনাদেরকে ব্যান্ডটির কভার সংস্করণ একটি গান শোনাব। গানের নাম ‘উলানবাটারে রাত’। 

   

(প্রেমা/তৌহিদ)