জুলাই ৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে গিনি-বিসাউয়ের প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো ৯ থেকে ১৩ জুলাই চীনে রাষ্ট্রীয় সফর করবেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (সোমবার) এ খবর জানান।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)