জুলাই ৮: যদি গাজায় হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হয়ও, হিজবুল্লাহের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল। গতকাল (রোববার) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট এ কথা বলেন।
রোববার ইসরায়েল-নিয়ন্ত্রিত গোলান হাইটস পরিদর্শনকালে গ্যালান্ট আরও বলেন, ইসরায়েলের দুটি এলাকার সশস্ত্রবাহিনীকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল দুটি আলাদা এলাকা। দক্ষিণাঞ্চলে হামাসের সাথে যুদ্ধবিরতি ও আটক বন্দীদের মুক্তি দেওয়া নিয়ে চুক্তি স্বাক্ষরিত হলেও, উত্তরাঞ্চলের সামরিক অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, হিজবুল্লাহসহ লেবাননের বিভিন্ন সশস্ত্র সংস্থা ইসরায়েলি বিমান হামলায় ৪৫০ জন সদস্য হারিয়েছে, যাদের মধ্যে রয়েছেন ১৫ জন ব্রিগেড কমান্ডার ও ৩ জন ডিভিশন কমান্ডার। (সুবর্ণা/আলিম/স্বর্ণা)