জুলাই ৮: ১০ জুলাই কাতারের দোহায়, গাজায় যুদ্ধবিরতি আর আটক বন্দীদের বিনিময় নিয়ে আলোচনা করতে, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় বসবেন ইসরায়েলের মোসাদের কর্মকর্তা ডেভিড বার্নিয়া।
সেদিন তিনি মার্কিন সিআইএ প্রধান উইলিয়াম বার্নস, মিসরের গোয়েন্দা সংস্থার প্রধান আব্বাস কামেল, ও কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন।
এর আগে, গত ৫ জুলাই, আলোচনার জন্য দোহায় পৌঁছান বার্নিয়া। কাতারের সাথে ইতোমধ্যেই তাঁর এক দফা আলোচনা হয়েছে বলে জানা গেছে। (সুবর্ণা/আলিম/স্বর্ণা)