ফ্রান্সের বামপন্থী জোট জাতীয় পরিষদ নির্বাচনে এগিয়ে: জরিপে তথ্য
2024-07-08 18:40:54

জুলাই ৮: ফ্রান্সের জাতীয় পরিষদ নির্বাচনে গতকাল রোববার দ্বিতীয় দফা ভোটে, এক্সিট পোলে বামপন্থী জোট ‘নিউ পপুলার ফ্রন্ট’ এগিয়ে রয়েছে, তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে। ক্ষমতাসীন দলের জোট ‘টুগেদার’ আসন সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে। প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল ওই রাতেই পদত্যাগের ঘোষণা দেন।

এলাবে পোলিং কোম্পানির সেদিন রাত ১০টার এক্সিট পোলের ফলাফল অনুযায়ী, জাতীয় পরিষদের ৫৭৭টি আসনের মধ্যে, ‘নিউ পপুলার ফ্রন্ট’ ১৮২ থেকে ১৯৩টি আসন জিতে প্রথম স্থানে রয়েছে। কিন্তু তা জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৮৯ আসনের চেয়ে কম। ক্ষমতাসীন দলের জোট ‘টুগেদার’ ১৫৭ থেকে ১৬৩ আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। কট্টর ডানপন্থী জাতীয় জোট এবং এর সাথে জোটবদ্ধ কিছু ডানপন্থী রিপাবলিকান ১৩৬ থেকে ১৪৪ আসন জিতে তৃতীয় স্থানে রয়েছে।

এক্সিট পোল আরও দেখিয়েছে যে, জাতীয় পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটদানের হার ছিল ৬৭.১%, যা ৩০ জুন অনুষ্ঠিত প্রথম দফার ভোটদানের হারের চেয়ে বেশি এবং ২০২২ সালের জাতীয় সংসদ নির্বাচনের ভোটদানের হার থেকে অনেক বেশি।

খবর অনুযায়ী, স্পিকার নির্বাচনের জন্য এই মাসের ১৮ তারিখে নতুন জাতীয় পরিষদ তার প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন করবে।

  (স্বর্ণা/হাশিম/তুহিনা)