শুল্ক ছাড়পত্র সহজ ও দ্রুততর হওয়ায় চীনের সিনচিয়াং থেকে তরতাজা স্যামন রপ্তানিতে উচ্চ সম্ভাবনা তৈরি হয়েছে। সময় কমে আসায় মাছগুলো তরতাজা থাকছে এবং এর ফলে চাহিদাও বাড়ছে।
সিনচিয়াং থিয়ান ইয়ুন অর্গানিক কৃষি কোং লিমিটেডের জেনারেল ম্যানেজার লি ছুনইয়ু জানান, চলতি বছর কোম্পানির স্যামন মাছ ধরার মোট পরিমাণ ২ হাজার টনের বেশি। দিনে প্রক্রিয়াকরণ পরিমাণ ২০ থেকে ৩০ টন। নতুন নির্মিত প্রক্রিয়াকরণ কারখানার উত্পাদন মে মাসে শুরু হয়েছে। আউটপুট লক্ষ্য অর্জিত হলে প্রক্রিয়াকরণের পরিমাণ ৮ হাজার টনে পৌঁছাবে। চলতি বছর কোম্পানি ধারাবাহিকভাবে দক্ষিণ-পূর্ব এশিয়া, স্পেন ও সৌদি আরবসহ বিভিন্ন জায়গায় মেলায় অংশ নিয়েছে। কোম্পানিটির বিদেশে প্রক্রিয়াকৃত পণ্য রপ্তানি করার উদ্দেশ্যও রয়েছে।
স্যামন মাছ পচনশীল পণ্য। ইনিং শুল্ক বিভাগ প্রতিষ্ঠানের শুল্ক তদন্ত থেকে সার্টিফিকেট ইস্যু পর্যন্ত পুরো প্রক্রিয়ার ক্লিয়ারেন্স সময় কমিয়ে দিয়ে ৩০ মিনিটে নিয়ে এসেছে। একই সময় উত্স তদারকি জোরদার করে, সম্পূর্ণ চেইন মনিটরিং ব্যবস্থা প্রতিষ্ঠা করে, রপ্তানিকৃত জলজ খাদ্য পণ্যের বিভিন্ন লক্ষ্যমাত্রা আমদানিকৃত স্থানের খাদ্য নিরাপত্তা মানদণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ হওয়া নিশ্চিত করে। তাজা পচনশীল বৈশিষ্ট্যময় কৃষি খাদ্যপণ্য তরতাজা স্যামন ‘সবুজ চ্যানেলে’র মাধ্যমে রপ্তানিতে ‘শূন্য বিলম্ব’ কার্যকর করেছে।
ইনিং শুল্ক বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তি চোং চিনলং জানান, সিনচিয়াং থিয়ান ইয়ুন অর্গানিক কৃষি কোং লিমিটেড, শুল্ক বিভাগের অনুমোদিত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অপারেটর (এইও)। এইও পাওয়ার পর কোম্পানি আরো বেশি সুবিধাজনক ব্যবস্থা ভোগ করতে পারে। বর্তমানে ইনিং এইও প্রতিষ্ঠান পরিচর্যার মাত্রা বাড়িয়ে তার অধীনে এইও প্রতিষ্ঠান আরো সুবিধাজনক ব্যবস্থা ও শুল্ক বিভাগ সংস্কারের লাভ ভোগ করতে সমর্থন দেয়। যাতে বৈদেশিক বাণিজ্য প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়ন বেগবান করা যায়।
বর্তমানে সিনচিয়াংয়ের জলজ পণ্য প্রতিষ্ঠানের রপ্তানি চাহিদা বেড়েছে। এ পরিস্থিতিতে উরুমুচি শুল্ক বিভাগ অধিকতরভাবে সুনির্দিষ্ট সাহায্য কার্যকর করে, প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত পরিচালনা এবং বিদেশে নিবন্ধনের সুপারিশ মাত্রা বাড়িয়ে সময়মতো প্রতিষ্ঠানগুলোর বিদেশে সর্বশেষ চাহিদা নির্ধারণ করতে সাহায্য করে, নীতি প্রচার জোরালো করে সিনচিয়াংয়ের জলজ পণ্য আরো বেশি করে, আন্তর্জাতিক বাজারে রপ্তানি করতে সহায়তা দেয়। (প্রেমা/হাশিম)