‘তাইওয়ানের স্বাধীনতা’ প্রচেষ্টায় সমর্থন বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে চীনের তাগিদ
2024-07-08 19:24:14

জুলাই ৮: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের তিব্বত-সম্পর্কিত মন্তব্যের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, যুক্তরাষ্ট্রকে যে কোনো উপায়ে ‘তাইওয়ানের স্বাধীনতা’ প্রচেষ্টাকে সমর্থন করা বন্ধ করতে হয়। আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মুখপাত্র বলেন, ১৪তম দালাই লামা সম্পূর্ণরূপে ধর্মীয় ব্যক্তি নন, বরং ধর্মের ছদ্মবেশে চীন-বিরোধী ও বিচ্ছিন্ন করতে চাওয়া নির্বাসিত রাজনৈতিক ব্যক্তি। চীন যুক্তরাষ্ট্রকে তিব্বত-সম্পর্কিত ইস্যুর গুরুত্ব বোঝা এবং প্রতিশ্রুতি মেনে চলা, চীনের মূল স্বার্থকে সম্মান করা, এবং ‘তাইওয়ানের স্বাধীনতা’ সমর্থন করার যে কোনো ধরনের প্রচেষ্টা বন্ধ করার তাগিদ দেয়।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)