প্রেসিডেন্ট সি’র সফর ভবিষ্যৎ সম্প্রদায় গড়ে তোলার নতুন সম্ভাবনা উন্মোচন করেছে মন্তব্য ওয়াং ই’র
2024-07-07 17:32:45

জুলাই ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেছেন, প্রেসিডেন্ট সি’র মধ্য এশিয়া সফর শাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর উন্নয়নের পথ নির্ধারণ, চীন ও আঞ্চলিক দেশগুলোর মধ্যে বন্ধুত্ব আরও গভীর করতে এবং প্রতিবেশী দেশগুলোর জন্য একটি অভিন্ন ভবিষ্যৎ নিয়ে একটি সম্প্রদায় গড়ে তোলার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এসসিও রাষ্ট্রপ্রধান কাউন্সিলের ২৪তম বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের কাজাখস্তান ও তাজিকিস্তানে সফর সংক্রান্ত সংবাদ সম্মেলনে শনিবার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে তিনি এ কথা বলেন। 

মধ্য এশিয়া সফর এবং রাষ্ট্রীয় সফর সফলভাবে কৌশলগত আস্থা বাড়িয়েছে উল্লেখ করে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরো সদস্য ওয়াং ই বলেন, সদস্য দেশগুলোকে "শাংহাই চেতনা" গ্রহণ করার আহ্বান জানান সি চিনপিং। এসময় তিনি আরও বলেন, এসসিওর জন্য নিরাপত্তা রক্ষা, উন্নয়ন অধিকার রক্ষা এবং ঐক্য সুসংহত করা এই তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তুলে ধরেন সরকার প্রধান। 

ওয়াং বলেন, রাষ্ট্রপতি একটি অভিন্ন ভবিষ্যত নিয়ে একটি সম্প্রদায় গড়ে তোলার উপর জোর দেন এবং  সহযোগিতা বাড়ানোর উদ্যোগের প্রস্তাব করেন।

অর্থনীতি, অর্থ, নিরাপত্তা, সংস্কৃতি এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের মতো বিস্তৃত ক্ষেত্রগুলোকে কভার করে ২৬টি ফলাফলের নথি সহ শীর্ষ সম্মেলনে "আস্তানা ঘোষণা" গ্রহণ করা হয়।

 

ঐশী/ফয়সল

 

তথ্য ও ছবি: সিসিটিভি