আস্তানায় চীন ও কাজাখস্তানের প্রেসিডেন্টদ্বয়ের বৈঠক অনুষ্ঠিত
2024-07-03 17:48:34

জুলাই ৩: কাজাখস্তান সময় (বুধবার) সকালে আস্তানার প্রেসিডেন্ট ভবনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে প্রেসিডেন্ট সি বলেন, সুন্দর কাজাখস্তান পরিদর্শন করতে পেরে তিনি খুব খুশি। কাজাখস্তানের উন্নয়নের অভিজ্ঞতা লাভ করেছেন উল্লেখ করে প্রেসিডেন্টে সি প্রত্যাশা করেন, তোকায়েভের নেতৃত্বে, কাজাখ জনগণ অবশ্যই একটি সমৃদ্ধ এবং ‘নতুন কাজাখস্তান’ গড়ে তুলবে। চীন-কাজাখস্তান বন্ধুত্ব হাজার হাজার বছর ধরে প্রাচীন রেশমপথের সঙ্গে জড়িয়ে রয়েছে। ৩২ বছরের সহযোগিতার পরে, তা স্থায়ী সার্বিক কৌশলগত অংশীদারিত্বের একটি উচ্চ স্তরে পৌঁছেছে। প্রজন্মের বন্ধুত্ব, উচ্চ পারস্পরিক আস্থা ও সংহতি চীন-কাজাখস্তান সম্পর্কের প্রধান সুর হয়ে উঠেছে।

 

প্রেসিডেন্ট সি আরো ঘোষণা করেন যে, আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, চীন-কাজাখস্তান বন্ধুত্ব রক্ষায় চীন দৃঢ়ভাবে অটল থাকবে। প্রেসিডেন্ট তোকায়েভের সঙ্গে হাতে হাত রেখে চীন ও কাজাখস্তানের অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে তুলতে আগ্রহী প্রেসিডেন্ট সি।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)