থাং পাওরু
2024-07-02 11:38:48

থাং পাওরু বা ক্যারেন থং (Karen Tong) ১৯৭১ সালের ৪ অক্টোবরে চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হংকংয়ের একজন গায়িকা ও অভিনেত্রী।

 

আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদের তাঁর একটি গান শোনাতে চাই। গানের নাম ‘সব আবহাওয়ায় ভালবাসা’। গানটি ছিল তিনি এবং অন্য এক কণ্ঠশিল্পীর জ্যাকি জাং-এর সঙ্গে গাওয়া দ্বৈত ক্যান্টোনিজ গান। গানটি তাঁর ১৯৯২ সালের নভেম্বরে প্রকাশিত ‘ফার্স্ট লাভ’ নামে ক্যান্টোনিজ অ্যালবামে স্থান পায়। এটি পাশাপাশি এক টিভি নাটকের গান।

১৯৯০ সালে থাং পাওরু নবম  নিউ ট্যালেন্ট সিঙ্গিং চ্যাম্পিয়নশিপে (New Talent Singing Championship) অংশ নেওয়ার মাধ্যমে শোবিজ জগতে পা রাখেন। ১৯৯২ সালের শুরুর দিকে তিনি জ্যাকি জাং-এর সঙ্গে ‘সব আবহাওয়ায় ভালবাসা’ গাওয়ার জন্য চীনা ভাষা সংগীতে জনপ্রিয় হয়ে ওঠেন। একই বছরের নভেম্বরে তিনি প্রথম একক অ্যালবাম ‘ফার্স্ট লাভ’ প্রকাশ করেন এবং এতে প্রধান গানটি হলো ‘অবশ্যই একটি স্বপ্ন।’ ১৯৯৩ সালে তিনি আবারো জ্যাকি জাং-এর সঙ্গে দ্বৈত সংগীত গান। গানের নাম ‘অর্ধজীবনের জন্য গভীর ভালবাসা’।

 

“নমনীয়” হলো ১৯৯৬ সালে থাং পাওরু’র প্রকাশিত ষষ্ঠ অ্যালবাম। অ্যালবামটির বিক্রির পরিমাণ ছিল ৫০ হাজার। অ্যালবামের প্রধান গান ‘ঠান্ডা’ সে বছরের দশটি স্বর্ণ চীনা গান পুরস্কার এবং ১৯৯৬ সালে মেট্রো রেডিও হিট মিউজিক অ্যাওয়ার্ডসে (Metro Radio Hits Music Awards) বিজ্ঞাপন গান পুরস্কার জেতে। এ ছাড়া অ্যালবামটি সে বছর একমাত্র সব হংকং সংগীতজ্ঞের তৈরি অ্যালবাম। 

 

‘ভাগ্যের আকাশ’  হলো থাং পাওরু’র গাওয়া একটি ক্যান্টোনিজ গান। গানটি তাঁর ১৯৯৪ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত ‘অনুশোচনা ছাড়াই তারুণ্য’ নামক অ্যালবামে স্থান পায়। গানটিতে লেখা হয়: বছরের পর বছর শূন্যতা অনুভব করছি। প্রেমময় ও একাকী তুমি, খুব বোঝা অনুভব করছো। দূরত্ব সিয়াটেলের আকাশে তোমার একাকীত্ব ও হৃদয়ের ব্যথা। প্রতিটি চোখের জলের মতো রাতের আকাশে পড়ে। এই বগির হাওয়ায় আমি হতাশভাবে বরফের স্বাদ পাই। এটাই শ্রোতার হৃদয়ের দুঃখ যে সাগরের কোণে কারো সাথে দেখা করার আশায়। 

১৯৯৪ সালে থাং পাওরু’র প্রকাশিত ‘অনুশোচনা ছাড়াই তারুণ্য’ অ্যালবাম তাঁর তৃতীয় অ্যালবাম। এতে মোট ১১টি গান অন্তর্ভুক্ত করা হয়। “স্মৃতি ছাড়া শীত” ছিল অ্যালবামের প্রধান গান। 

 

আজকে ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের থাং পাওরু’র আরেকটি গান শোনাতে চাই। গানের নাম ‘বারবার’। 

 

(প্রেমা/তৌহিদ)