‘বসন্তের সুন্দর দৃশ্য’
2024-06-30 18:43:18

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’; আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।

(গান ১)

বন্ধুরা, শুনছিলেন চাং আই চিয়া’র কন্ঠে ‘ভালোবাসার দাম’ শীর্ষক গান। এখন আমি আপনাদের সামনে কন্ঠশিল্পী চাং দ্যে লান’র পরিচয় তুলে ধরবো। তিনি ১৯৬০ সালের ১০ নভেম্বর চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি হংকংয়ের একজন খুবই জনপ্রিয় প্রবীণ নারী কন্ঠশিল্পী। তিনি ছোটবেলা থেকে বিভিন্ন কার্টুনের থিম সং গাওয়া শুরু করেন। ২০০৪ সালে তিনি নিজের ক্লাসিক গানগুলো নিয়ে অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটিতে তাঁর সবচেয়ে জনপ্রিয় গানগুলি অন্তর্ভুক্ত হয়। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘বসন্তের সুন্দর দৃশ্য’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, শুনছিলেন চাং দ্যে লান’র কন্ঠে ‘বসন্তের সুন্দর দৃশ্য’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী চাং হুই মেই’র কন্ঠে গান শোনাবো। তিনি ১৯৭২ সালের ৯ অগাষ্ট চীনের তাইওয়ানের তাইতং জেলার পেইনান থানার থাইআন সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন। তিনি তাইওয়ানের সংখ্যালঘু জাতির একজন নারী কন্ঠশিল্পী। ১৯৯৬ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি বিক্রি হয় রেকর্ডসংখ্যক। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে শোনাবো তাঁর কন্ঠে ‘নীরব’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, শুনছিলেন চাং হুই মেই’র কন্ঠে ‘নীরব’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে হংকংয়ের প্রবীণ নারী কন্ঠশিল্পী চাং নান ইয়ান’র কন্ঠে গান শোনাবো। চাং নান ইয়ান গত শতাব্দীর আশির দশকে হংকংয়ে খুবই জনপ্রিয় ছিলেন। তিনি অনেক জনপ্রিয় চলচ্চিত্র ও টিভি সিরিজের থিম সং গেয়েছেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘উ চ্যে থিয়ান’ শীর্ষক গান শোনাবো। উ চ্যে থিয়ান হলেন চীনের ইতিহাসে একমাত্র নারী সম্রাট। তিনি হলেন থাং রাজবংশের একজন সম্রাট। তাঁর প্রশাসনে চীন খুবই সমৃদ্ধ হয়। গানটি একই নামের টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, শুনছিলেন চাং নান ইয়ান’র কন্ঠে ‘উ চ্যে থিয়ান’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে চীনের একজন খুবই জনপ্রিয় লোকসংগীত কন্ঠশিল্পীর পরিচয় দেবো। তিনি হলেন চাং ইয়ে। তিনি ১৯৬৮ সালের ২৮ মে হুনান প্রদেশের ছাংশা শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন জাতীয় প্রথম পর্যায়ের অভিনেত্রী এবং চীন কনজারভেটরি অফ মিউজিকের একজন অধ্যপক। ১৯৯৮ সালে তিনি ‘নতুন যুগে প্রবেশ’ শীর্ষক গান গাওয়ার পর চীনের মূল ভূভাগে জনপ্রিয় হয়ে ওঠেন। ২০০৬ সালে তিনি প্রথমে নিজের একক কনসার্ট আয়োজন করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘বসন্তে জলের শব্দ’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চাং ইয়ে’র কন্ঠে ‘বসন্তে জলের শব্দ’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী চৌ পি ছাংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৮৫ সালের ২৬ জুলাই হুনান প্রদেশের ছাংশা শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, সুরকার, লেখক, অভিনেত্রী ও পোষাক ডিজাইনার। ২০০৫ সালে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পান। ২০০৬ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন এবং প্রধান অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘টিনজাত মাছ’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/ওয়াং হাইমান)