সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।
(গান ১)
বন্ধুরা, শুনছিলেন ছেন হুই লিন'র কন্ঠে 'রঙিন বিশ্ব' শীর্ষক গান। ১৯৯৪ সালের গ্রীষ্মকালীন ছুটিতে তিনি নিউইয়র্ক থেকে হংকংয়ে ফিরে দু'টি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেন। এরপর তিনি অন্য কন্ঠশিল্পীর মিউজিক ভিডিওতে অভিনয় করেন। ১৯৯৫ সালে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন। সে বছর তিনি টানা দু'টি অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'আশা' নামের গান শোনাবো। গানটি ১৯৯৮ সালে রিলিজ হয়। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।
(গান ২)
বন্ধুরা শুনছিলেন ছেন হুই লিন'র কন্ঠে 'আশা' শীর্ষক গান। ১৯৯৬ সালে তিনি টানা চারটি অ্যালবাম প্রকাশ করেন। এরপর প্রতিবছর তিনি একাধিক অ্যালবাম প্রকাশ করতে শুরু করেন। ২০০৪ সালে তিনি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি সংগীত ও চলচ্চিত্রে অনেক পুরস্কার লাভ করেছেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'মহা দিন' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ৩)
বন্ধুরা, শুনছিলেন ছেন হুই লিন'র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী ছেন চিয়ে ই'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৭২ সালের ১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন। তিনি একজন চীনা ভাষার কণ্ঠশিল্পী ও অভিনেত্রী। ১৯৮৯ সালে তিনি সিঙ্গাপুরের একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। তখন থেকে তিনি গান রচনা শুরু করেন। তিনি অনেক বিজ্ঞাপনের জন্য গান লিখেছেন। এখন আমি আপনাদেরকে 'হৃত্স্পন্দন' শীর্ষক গান শোনাবো। গানটি ২০১১ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ৪)
বন্ধুরা, শুনছিলেন কন্ঠশিল্পী ছেন চিয়ে ই'র কন্ঠে 'হৃত্স্পন্দন' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী শাং ওয়েন চিয়ে'র কন্ঠে ‘চূড়ান্ত স্বপ্ন’ শীর্ষক গান শোনাবো। তিনি ১৯৮২ সালের ২২ ডিসেম্বর শাংহাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি ফুদান বিশ্ববিদ্যালয়ের ফরাসি ভাষা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পান। তিনি বর্তমানে একজন কন্ঠশিল্পী ও অভিনেত্রী। ২০০৬ সালে তিনি হুনান প্রদেশের টিভি কেন্দ্রের 'সুপার নারী কন্ঠশিল্পী' নামের সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘চূড়ান্ত স্বপ্ন’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ৫)
বন্ধুরা, শুনছিলেন শাং ওয়েন চিয়ে’র কন্ঠে ‘চূড়ান্ত স্বপ্ন’ শীর্ষক গান। ২০০৭ সালে তিনি প্রথম ইপি ও অ্যালবাম প্রকাশ করেন। ২০০৮ সালে তিনি ট্যুর কনসার্ট আয়োজন করেন। ২০১৩ সালে তিনি হুনান প্রদেশ টিভি কেন্দ্রের 'আমি কন্ঠশিল্পী' শীর্ষক টিভি শো-তে অংশ নেন। একই বছর তিনি সংগীত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন শুরু করেন। 'আমার চুল কোমর পর্যন্ত লম্বা হওয়া পর্যন্ত অপেক্ষা করো' শীর্ষক গান একটি টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ৬)
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/ওয়াং হাইমান)