আরও বেশি লোক চীনের সৃষ্ট নতুন সুযোগ থেকে উপকৃত হবে: সিএমজি সম্পাদকীয়
2024-06-27 21:21:45

জুন ২৭: ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত, চীনের তালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজন করা হয়। এতে বিশ্বের শতাধিক দেশ ও অঞ্চলের ১৭ শতাধিক রাজনীতিবিদ, অর্থনীতিবিদসহ নানা খাতের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। এবারের ফোরাম আকার ও অংশগ্রহণকারীদের সংখ্যার দিক দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। অনেক অংশগ্রহণকারী চীনের অর্থনীতির সুষ্ঠু উন্নয়নের প্রবণতাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলো চীনের বাজারের প্রতি ক্রমবর্ধমান হারে আকৃষ্টও হচ্ছে।


আজকের বিশ্ব এক বিপুল পরিবর্তনশীল যুগে প্রবেশ করেছে। একদিকে বাণিজ্য-সংঘাতসহ নানান বৈশ্বিক চ্যালেঞ্জ দিন দিন বাড়ছে, অন্যদিকে বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের প্রাণশক্তির অভাবও দেখা যাচ্ছে। অবশ্য, পাশাপাশি, নতুন দফায় প্রযুক্তিগত বিপ্লব ও শিল্পের সংস্কারকাজ গভীরতর হচ্ছে, যা বিশ্বের অর্থনীতির উন্নয়নের ব্যাপারে আশা জাগাচ্ছে। এ প্রেক্ষাপটে, এবারের ফোরাম বিশ্বের অর্থনীতি উন্নয়নের নতুন প্রাণশক্তি ও পদ্ধতির ওপর ফোকাস করেছে। 


বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে, চীন বিশ্বের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন অর্থনীতির জন্য নতুন ভবিষ্যত সৃষ্টি করতে, চীন চার-দফা প্রস্তাব পেশ করেছে। এগুলো হচ্ছে: প্রযুক্তিগত বিনিময় ও সহযোগিতা জোরদার করতে হবে; সবুজ উন্নয়ন এগিয়ে নিতে হবে; বাজারের পরিবেশ রক্ষা ও আরও উন্মুক্ত করতে হবে; এবং শহনশীলতা ও অভিন্ন উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে। এ প্রস্তাব বিশ্ববাসীর জন্য একটি ‘চীনা পদ্ধতি’। 


অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে চাইলে, শুধু সুষ্ঠু উন্নয়নের ধারণা যঠেষ্ট নয়, বাস্তব প্রাণশক্তিও দরকার। চীনের বাজার অনেক বড়। চীন উচ্চমানের উন্মুক্তকরণ অব্যাহতভাবে সম্প্রসারণ করছে এবং চীনে শিল্পব্যবস্থা, মানবসম্পদ ও উদ্ভাবনের সুবিধা রয়েছে বলে স্বীকার করেন ফোরামে অংশগ্রহণকারীরা। তাঁরা মনে করেন, চীনের অর্থনৈতিক উন্নয়ন শুধু নিজের নতুন ভবিষ্যত সৃষ্টি করবে না, বরং তা বিশ্বের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রাণশক্তিও যুগিয়ে যাবে। 


‘চীন হচ্ছে বিশ্বের উদ্ভাবনের কেন্দ্র। বিশ্বের উদ্যোক্তাদের উচিত নয় এ উন্নয়নের সুযোগ হেলায় হারানো।’ ফোরামে অংশগ্রহণকারী ভারতের উদ্যোক্তা সুহাস গেপিনাস এ কথা বলেন। তাঁর কথা আসলে অনেক আন্তর্জাতিক কোম্পানির ব্যবস্থাপকদের মনের কথা। চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের কাজ অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে। আরও বেশি লোক চীনের সৃষ্ট নতুন সুযোগ থেকে উপকৃত হবে বলে বিশ্বাস করা যায়। 

(আকাশ/আলিম/ফেইফেই)