বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে অধ্যাপক তং ইউ ছেন-এর বই প্রকাশ
2024-06-25 15:25:53

সম্প্রতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে চীনে ভারতীয় দূতাবাস ও চীনে বাংলাদেশ দূতাবাস যৌথভাবে একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।

অধ্যাপক তং ইউ ছেন এতে অংশগ্রহণ করেন। তিনি আন্তর্জাতিক বাংলা গবেষণা সমিতির সভাপতি, ভারতের রবীন্দ্রনাথ ভারতীয় বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার এবং "রবীন্দ্র রচনাবলীর” চীনা সংস্করণের প্রধান সম্পাদক।

অনুষ্ঠান শুরু হওয়ার আগে, চীনে ভারতের রাষ্ট্রদূত জনাব প্রদীপ কুমার রাওয়াত এবং চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসীম উদ্দিন অধ্যাপক তং ইউ ছেনের সঙ্গে দেখা করেন এবং তাঁর আগমনে স্বাগত জানান।

অধ্যাপক তং ইউ ছেন দুই রাষ্ট্রদূতকে "১৯২৪ সালে রবীন্দ্রনাথের চীন ভ্রমণ" বিষয়ক তিনটি বই উপহার দেন এবং একসঙ্গে ছবি তোলেন। "১৯২৪ সালে রবীন্দ্রনাথের চীন ভ্রমণ" বিষয়ক বই তিনটি ওয়েনহুই ইয়াজু পরিকল্পনায় বেইজিং টাইমস চাইনিজ বুকস্টোর কর্তৃক প্রকাশিত হয়েছে। যার মধ্যে রয়েছে "ঊষা থেকে আলো ধার করা– রবীন্দ্রনাথের ১৯২৪ চীন ভ্রমণ", "জীবনের সাথে জীবনকে প্রভাব– রবীন্দ্রনাথের নির্বাচিত কবিতা ও চিত্রকর্ম" এবং "সন্ধ্যায় প্রদীপ জ্বালাও - রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক চিঠি”।

"ঊষা থেকে আলো ধার করা – রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯২৪ চীন ভ্রমণ" শত বছর আগের মূল্যবান ঐতিহাসিক নথির মাধ্যমে ১৯২৪ সালে মহান ভারতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৪৯ দিনের চীন ভ্রমণের দৃশ্য পুনরুদ্ধার করা হয়েছে। যা পাঠকদের শত বছর আগের চীনে ফিরিয়ে নিয়ে যায়।

"সন্ধ্যায় প্রদীপ জ্বালাও - রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক চিঠি” ভারতের বিশ্বভারতীর বই প্রকাশনা বিভাগ প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের "সংগৃহীত চিঠি" (২০০৪ সাল পর্যন্ত ১৯ খণ্ড প্রকাশিত) থেকে ১ম খণ্ড থেকে ৪র্থ খণ্ড পর্যন্ত নির্বাচিত হয়েছে। এতে পরিবারের সদস্যদের সঙ্গে রবীন্দ্রনাথের মোট ৩৩৩টি চিঠি আদান-প্রদান নির্বাচিত হয়েছে।

"জীবনের সাথে জীবনের প্রভাব– রবীন্দ্রনাথের নির্বাচিত কবিতা ও চিত্রকর্ম" বইতে অধ্যাপক তং ইউ ছেন ১৮৭৪ সালে রবীঠাকুরের রচনা "যৌবনের গান" থেকে ১৯৩৮ সালে রচিত “বুদ্ধ শ্রদ্ধেয়” পর্যন্ত ১০০টি গান ও কবিতা সংকলিত হয়েছে। একজন সুপরিচিত কবি হওয়ার পাশাপাশি, রবীন্দ্রনাথ একজন চিত্রশিল্পীও বটে। এই বইটিতে দুই শতাধিক চিত্রকর্ম সংগ্রহ করা হয়েছে; যার বেশিরভাগই প্রথমবারের মতো চীনে প্রকাশিত হয়েছে।

(স্বর্ণা/তৌহিদ)