ই-কমার্সের সুবিধা কাজে লাগিয়ে সমৃদ্ধ হয়েছে আন ই
2024-06-24 11:08:01

“চিয়াংসির তেল-মুক্ত ছাঁচ তৌফু; ঐতিহ্যবাহী হস্তশিল্প; হাতে তৈরি তাজা ও মশলাদার খাবার...।” সম্প্রতি চীনের চিয়াংসি প্রদেশের রাজধানী নানছাং শহরের আন ই কাউন্টির ছাংপু জেলায়, ছোট ভিডিও’র মাধ্যমে, নেটিজেনদের সামনে  আন ই’র বৈশিষ্ট্যময় কৃষিপণ্য তুলে ধরেন থু শানশান। 

ছবিতে দেখা যায়, তাঁর পিছনে, ছাঁচ তৌফু, শুকনো শালগম এবং নানছাং রাইস নুডলসের মতো স্থানীয় বৈশিষ্ট্যময় পণ্যের পাশপাশি, সবুজ মরিচ ও তাজা মাশরুমের মতো সব ধরনের মৌসুমি সবজি আছে।

ছাংপু জেলার একজন কর্মী বলেন, “থু শানশান এখানকার বিখ্যাত লোক। অনলাইনে লাইভ-স্ট্রিমিংয়ের মাধ্যমে তিনি স্থানীয় কৃষিপণ্য জনপ্রিয় পণ্য হিসেবে বিক্রি করছেন। গত বছর তাঁর ই-কর্মাস কোম্পানির বিক্রয়ের পরিমাণ ছিল ২ কোটি ইউয়ানের বেশি। গ্রামের ৩ সহস্রাধিক পরিবার এতে উপকৃত হয়েছে।”

থু শানশান আগে মাঝেমধ্যে বন্ধুদের জন্য আন ই’র বৈশিষ্ট্যময় পণ্য উপহার হিসেবে পাঠাতেন। কিন্তু কয়েক ডজন ইউয়ান মূল্যের পণ্যের ডাকমাসুল দিতে হতো খুব বেশি। একসময় তাঁর মাথায় জন্মস্থানের বৈশিষ্ট্যময় পণ্য আরও সস্তায় আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার বুদ্ধি আসে।

থু শানশান ব্যাপকভাবে কৃষিপণ্য বিক্রি করেন ই-কর্মাসের মাধ্যমে। নিকটবর্তী ২ শতাধিক পরিবার এতে উপকৃত হচ্ছে। তাঁর উদ্যোগে, ৬৭ হেক্টর অনাবাদি জমি আবাদ হবার পাশাপাশি, ৫ শতাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এ ছাড়া, স্থানীয় বৈশিষ্ট্যময় উন্নতমানের কৃষিপণ্য আন ই থেকে এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে আন ই জেলায় ব্যাপকভাবে গ্রামীণ পুনরুজ্জীবনের কাজ বেগবান হয়। পরিস্থিতি অনুযায়ী, এখানে গ্রামীণ সংস্কৃতি ও পর্যটন শক্তিশালী এবং কৃষি শিল্প চেইন বিস্তৃত হয়েছে। একই সময় জেলাটি পুরোপুরিভাবে বণিক সমিতির ধারণা কাজে লাগিয়ে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে সম্পূর্ণ শিল্পব্যবস্থা গড়ে তুলেছে।

সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, তাদের সাহায্যে থু শানশান ১.১ লাখ ইউয়ান প্রকল্প ভর্তুকি পেয়েছেন এবং তাঁর অর্থের অভাব মিটেছে।

এ পর্যন্ত থু শানশানের সৃষ্ট বেশ কয়েকটি কৃষিপণ্য ব্র্যান্ড ইন্টারনেটে জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। পুরো প্ল্যাটফর্মে তাঁর ভক্তের সংখ্যা ১০ লক্ষাধিক। লাইভ-স্ট্রিমিং ই-কমার্সের দৈনন্দিন বিক্রয় ৫ থেকে ১০ হাজার অর্ডারে পৌঁছেছে।

এখন আন ই জেলায়, ৫০ জনেরও বেশি লাইভ স্ট্রিমিং হোস্ট আছেন। এ ছাড়া, নিয়মিতভাবে ই-কর্মাস পরিষেবা ও প্রতিভা ইনকিউবেশনসহ ধারাবাহিক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে পরিকল্পনা, ধারণা ও নীতি সরবরাহ করা হচ্ছে জেলায়। আন ই জেলা সারা বছরজুড়েই ই-কর্মাসের প্রচার এবং নেটওয়ার্ক উত্পাদন ও বিপণন প্রচার কার্যক্রম চালিয়ে, ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর জন্য বাজার খুলতে সাহায্য করে চলেছে। চিয়াংসি প্রাদেশিক কৃষিপণ্য ই-কর্মাস পর্যবেক্ষণ প্ল্যাটফর্মের পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে আন ই জেলার কৃষিপণ্য ইন্টারনেটে বিক্রির পরিমাণ ছিল ৪ কোটি ৮৩ লাখ ৬৭ হাজার ইউয়ান, যা ২০২২ সালের তুলনায় ১০৯০.৮ শতাংশ বেশি। (প্রেমা/আলিম)