শ্রমিকরা বিভিন্ন রঙিন সুতা বাছাই করছে এবং শুকাচ্ছে। নরসিংদী জেলায় সাবিনা আক্তার এই ছবিগুলো তুলেছেন। তিনি বলেন, “সুতাগুলো রং করার পর রোদের নিচে খোলা বাতাসে শুকানোর জন্য বড় র্যাকে রেখে দেওয়া হয়। শুকানো সুতা তাঁতির্য দের কাছে পাঠানো হয়, লুঙ্গি, শাড়ি এবং গামছা তৈরি করার জন্য।”
(অনুপমা/শান্তা/ছাই)