চীন ও বেলজিয়ামের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে বৈঠক করেছেন উভয় দেশের নেতারা
2024-06-20 17:31:46

জুন ২০, সিএমজি বাংলা ডেস্ক : বেলজিয়াম সফররত চীনা ভাইস প্রিমিয়ার তিং সুয়েসিয়াং বেলজিয়ামের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রোর সঙ্গে বুধবার চীন-ইউরোপ সম্পর্ক নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা করেছেন।

আলোচনায় চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য তিং বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিনপিং এবং বেলজিয়ামের নেতৃবৃন্দের কৌশলগত নির্দেশনার ফলে, চীন-বেলজিয়াম সহযোগিতার অংশীদারিত্ব ফলপ্রসূ অগ্রগতি লাভ করেছে।

রাজনৈতিকভাবে পারস্পরিক বিশ্বাসকে সুসংহত করা, অর্থনীতি, বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি এবং সবুজ উন্নয়নের মতো ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করা এবং চীন-বেলজিয়াম সম্পর্কের আরও বিকাশ ঘটাতে উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার ওপরও গুরুত্বারোপ করে তিনি। 

সুরক্ষাবাদের বিরোধিতা এবং মুক্ত বাণিজ্য রক্ষায় চীন ও বেলজিয়ামের স্বার্থ এক ও অভিন্ন বলে জোর দিয়ে তিং আশা প্রকাশ করেন যে,  চীন ও ইউরোপের মধ্যে বাস্তব সহযোগিতা গভীর করতে এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক পার্থক্য দুর করতে গঠনমূলক ভূমিকা পালন করবে উভয় দেশ।

ডি ক্রো জোর দিয়ে বলেন,  বেলজিয়াম চীনের সঙ্গে তার সম্পর্ককে মূল্যায়ন করে এবং এক-চীন নীতি মেনে চলে।

তিনি আরো বলেন, বেলজিয়াম চীনের সঙ্গে যোগাযোগ বাড়াতে এবং বিভিন্ন ক্ষেত্রে আদান-প্রদান ও সহযোগিতা গভীর করতে ইচ্ছুক, যাতে বেলজিয়াম-চীন এবং ইউরোপ-চীন সম্পর্কের টেকসই উন্নয়নে আরও গতি আনা যায়।

সৌরভ/শান্তা