বেইজিংয়ে চলছে আন্তর্জাতিক বইমেলা
2024-06-20 17:33:17

জুন ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের রাজধানীতে চলছে ৩০তম বেইজিং আন্তর্জাতিক বইমেলা। বুধবার শুরু হওয়া পাঁচদিনের এ মেলায় গত বছরের তুলনায় বিদেশি অংশগ্রহণকারীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

এই বছর ৫৫,০০০ বর্গ মিটারের একটি বড় প্রদর্শনী এলাকা নিয়ে মেলা চলছে। ৭১টি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১৬০০ অংশগ্রহণকারী এসেছেন এবং ২ লাখ ২০ হাজার চীনা ও বিদেশি বই প্রদর্শন করছেন।

মেলায় আগের বছরের তুলনায় ১৫০ জন বিদেশী অংশগ্রহণকারী বৃদ্ধি পেয়েছে। বিদেশ থেকে ১০৫০জন প্রদর্শক এসেছেন যা মোট অংশগ্রহণকারীদের ৬৬ শতাংশ।

২০২৩ সালের তুলনায় আজারবাইজান, কাতার, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া এবং নাইজেরিয়া সহ ১৫টি নতুন দেশ মেলায় অংশ নিয়েছে।

ফ্রান্স, জার্মানি এবং ইতালি সহ ২০টিরও বেশি দেশ জাতীয় বুথ স্থাপন করেছে। সৌদি আরব এবারের সম্মানিত দেশ।

বেইজিং আন্তর্জাতিক বইমেলা ১৯৮৬ সালে যাত্রা শুরু করে।এটি বিশ্বের বৃহত্তম বইমেলাগুলোর অন্যতম।

শান্তা/সৌরভ