কৃষি উপলক্ষ্যে বন্ধু হওয়া তিন ‘বৃদ্ধ ছেলের’ গল্প
2024-06-20 19:28:34

 

আজকের অনুষ্ঠানের প্রথম অংশ আমরা একসঙ্গে চীনের কুয়াংসি প্রদেশের হ্য ছে শহরের নানতান জেলার লিয়েন হুয়া গ্রামে ঘুরে বেড়াবো।

সেখানে একটি বিশেষ গ্রুপ আছে। গ্রুপের তিনজন সদস্য হলেন- গ্রামের সম্পাদক সিয়ে ওয়েন চুই, কৃষিবিদ থাং সিও ফু এবং বিদেশি নিক। ভিন্ন পরিচয়ের অধিকারী এই তিনজন ‘বৃদ্ধ ছেলে’- যাদের গড় বয়স ৫৩ বছরেরও বেশি, তারা হাজার হাজার মাইল অতিক্রম করে কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে আরো বেশি জীবনীশক্তি ও প্রাণশক্তি বয়ে এনেছেন।

আজকের অনুষ্ঠানের প্রথম অংশে একসঙ্গে এ তিনজন ‘বৃদ্ধ ছেলের’ গল্প শুনবো।

 

বিদেশি নিক লুক্সেমবার্গের একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, এবং ২০১৮ সাল থেকে তিনি গ্রামের সম্পাদক সিয়ে ওয়েন চুইয়ের ‘বিদেশি সহকারী’ হয়ে ওঠেন। তাদের সম্পর্ক কিভাবে শুরু হয়?

খুব ভোরে নিক এবং সিয়ে ওয়েন চুই ফল বাগানের উদ্দেশ্যে রওনা দেন। বাগানে নিক কৃষকদের বরই বাছাই করতে এবং তা বহন করতে সাহায্য করেছিলেন এবং তিনি দক্ষতার সাথে খামারের কাজ করছিলেন। সিয়ে ওয়েন চুইয়ের সঙ্গে ৬ বছর আগে তার পরিচয় হয়। সেই সময়ে সিয়ে ওয়েন চুই ছিলেন হ্য ছি শহরের ইচৌ জেলার চা তোং গ্রামের প্রথম সম্পাদক। প্যাশন ফল চাষ করতে গ্রামবাসীদের সাহায্য করার জন্য তিনি স্বেচ্ছাসেবকদের নিয়োগ করছিলেন। অপ্রত্যাশিতভাবে পরের দিন তিনি এই বিদেশি বন্ধু নিককে নিয়োগ দেন। কৃষিকাজের কাজ সম্পর্কে অনেক কিছু জানা ছাড়াও তিনি খুব কঠোর পরিশ্রমী ছিলেন। যা সিয়ে ওয়েন চুই’য়ের মনে গভীর ছাপ ফেলেছিল।

নিক লুক্সেমবার্গে একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, অবসর গ্রহণের পর, তিনি বিশ্ব ভ্রমণ শুরু করেন এবং ২০১৬ সালে কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে আসেন। তিনি এখানকার গ্রামাঞ্চল এবং গ্রামবাসীদের পছন্দ করেন। তাই তিনি সেখানে থাকার ও বসতি স্থাপন করার সিদ্ধান্ত নেন। ২০১৮ সালে সিয়ে ওয়েন চু’র সাথে পরিচয় হওয়ার পর নিক প্রায়ই বিনামূল্যে সাহায্য করার জন্য চা তোং গ্রামে আসতেন। সময়ের সাথে সাথে দুজনেই অংশীদার হয়ে ওঠেন এবং নিককে গ্রামবাসীরা ‘বিদেশি সহকারী’ বলে ডাকেন। তিন বছর ধরে, দু’জন গ্রামবাসীদের রাস্তা তৈরি করা, প্যাশন ফল জন্মানো, ঘাস জন্মানো এবং গবাদি পশু পালন করতে গ্রামবাসীদের সাহায্য করেন। ২০২০ সালের নভেম্বর মাসে, চা তোং গ্রাম দরিদ্র গ্রামের তালিকা থেকে সরে আসে এবং নিক তার হৃদয়ের গভীর থেকে খুশি হন।

নিক বলেন, গ্রামবাসীদের আরো সুন্দর ও আরামদায়ক জীবন কাটাতে দেখে আমি সত্যিই গর্বিত।

২০২৩ সালে চা তোং গ্রামে কার্যমেয়াদ শেষ করার পর সিয়ে ওয়েন চুই লিয়েন হুয়া গ্রামে আসেন। নিক সিয়ে ওয়েন চুইয়ের সাথে লিয়েন হুয়া গ্রামে চলে আসেন।

সিয়ে ওয়েন চুই এবং নিক লিয়েন হুয়া গ্রামের প্রতিটি কোণ পরিদর্শন করেছেন। মার্চ মাসে লিয়েন হুয়া গ্রামে হাজার হাজার একর জমিতে বরই ফুল ফুটেছিল, নিক ও গ্রামবাসীরা সব দিক থেকে আসা পর্যটকদের স্বাগত জানাতে ব্যস্ত ছিলেন। মে মাসে যখন বরইগুলো পাকে এবং ডালে ঝুলছিল, নিক ও গ্রামবাসীরা হাত দিয়ে বড়ই পাড়া এবং পরিবহনে ব্যস্ত ছিলেন। তিনি গ্রামবাসীদের সাথে বণিকদের কাছে বরইগুলো বিক্রি করেন। এখন নিক কুয়াংসিতে বসতি স্থাপন করেছেন এবং একজন চীনা নারীকে বিয়েও করেছেন। তিনি চীনকে তার বাড়ি হিসেবে মনে করেন।

 

নিক বলেন, ‘চীনের গ্রামাঞ্চল হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ জায়গায়।’

‘কৃষকদের সাহায্য’ এই ছোট গ্রুপে আরেকজন সদস্য আছেন, তিনিই কুয়াংসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কৃষিবিদ ডক্টর থাং সিও ফু। তাকে সিয়ে ওয়েন চুই এবং নিকের থিংকট্যাংক বলে গণ্য করা হয়।

২০১৯ সালে থাং সিও ফু চা তোং গ্রামে ফল ও সবজি চাষের উপর একটি দাতব্য বক্তৃতা দিতে চা তোং গ্রামে গিয়েছিলেন এবং সিয়ে ওয়েন চুই ও নিক পরিচিত হন।

 

গ্রামবাসীদের প্রতি যত্নের কারণে সিয়ে ওয়েন চুই, নিক ও থাং সিও ফু তিনজন ‘বৃদ্ধ ছেলে’ ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন। তারা লিয়েন হুয়া গ্রামের উন্নয়নের জন্য অব্যাহতভাবে নতুন পরামর্শ দেন। লিয়েন হুয়া গ্রামে চার হাজার একরেরও বেশি বরই গাছ লাগানো হয়েছে, যা গ্রামবাসীদের আয় বৃদ্ধি এবং ধনী হওয়ার জন্য একটি স্তম্ভ শিল্প। গ্রামবাসীদের জন্য বরই চাষ প্রচার করার পাশাপাশি তারা তিনজন পর্যটকদের কাছে সুন্দর ‘অলংকারিক কুমড়া’ সুপারিশ করার বিষয়ে মনোনিবেশ করেন। এটি একটি নতুন জাত।

সারাদেশের গ্রামীণ ক্যাডারের মতো সিয়ে ওয়েন চুই নিজের প্রচেষ্টার মাধ্যমে গ্রামাঞ্চলকে আরও ভালভাবে গড়ে তোলার আশা করেন। দুই ভালো বন্ধুর সাহায্য তাকে আরও আত্মবিশ্বাস দিয়েছে। সবার প্রচেষ্টায় লিয়েন হুয়া গ্রাম নীরবে পরিবর্তন হচ্ছে।

বরই হল লিয়েন হুয়া গ্রামের বৈশিষ্ট্যপূর্ণ স্তম্ভ শিল্প, কিন্তু সিয়ে ওয়েন চুই মনে করেন যে, শিল্প কাঠামো তুলনামূলকভাবে একক এবং ঝুঁকি প্রতিরোধ করার ক্ষমতা তুলনামূলকভাবে দুর্বল হবে। থাং সিও ফু  শিল্পকে বৈচিত্র্যময় করে তোলার বিষয়ে পরামর্শ দিয়েছেন। বার বার গবেষণার পর, সিয়ে ওয়েন চুই জোরালোভাবে ‘আঙ্গিনার অর্থনীতি’ প্রচার করার সিদ্ধান্ত নেন এবং গ্রামবাসীদের উঠানে হোমস্টে হোটেল এবং অবসর খামার  প্রতিষ্ঠা করায় সাহায্য করেন। এ ছাড়া, থাং সিও ফু-এর নির্দেশনায় গ্রামবাসীরা প্যাশন ফল এবং অন্যান্য ফসল ফলানোর চেষ্টা করছেন।

নিক বলেন, ‘চীনের গ্রামাঞ্চলে প্রচুর পরিমাণ সম্পদ আছে। কুয়াংসিতে বসবাস করতে পেরে আমি খুব খুশি।’

থাং সিও ফু বলেন, ‘আমাদের লিয়েন হুয়া গ্রামের শিল্পগুলোকে সমৃদ্ধ হওয়ার ফলে আরও তরুণ গ্রামাঞ্চলে ফিরে আসতে পারছে এবং আমাদের সমগ্র গ্রামাঞ্চলের গ্রামীণ পুনরুজ্জীবনও চাঙ্গা হবে।’

সিয়ে ওয়ে চুই বলেন, ‘লিয়েন হুয়া গ্রামবাসীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে ফসল অর্জন করবে বলে আমি বিশ্বাস করি।’