গ্রামে সিপিসি’র সম্পাদক, কৃষি বিশেষজ্ঞ ও বিদেশি ব্যক্তির মধ্যে কৃষির কারণে ভাগ্য সংযুক্ত
2024-06-20 10:00:03



চীনের কুয়াং সি অঞ্চলের হ্য ছি শহরের লিয়ান হুয়া গ্রামে একটি বিশেষ গ্রুপ রয়েছে। গ্রুপের একজন হলেন সিয়ে ওয়ান চু, গ্রামের সিপিসি’র সম্পাদক, যিনি উদ্ভাবন করায় খুব সাহসী। একজন হলেন ডঃ থাং সিয়াও ফু, যিনি একজন কৃষিবিদ এবং অন্য হলেন স্বর্ণকেশী চুল এবং নীল চোখের একজন বিদেশি। এই তিনটি "বৃদ্ধ ছেলের" পরিচয় ভিন্ন এবং গড় বয়স ৫৩ বছরেরও বেশি হলেও হাজার হাজার মাইল দূরত্ব অতিক্রম করে কুয়াং সি’র এই প্রত্যন্ত গ্রামে কৃষির কারণে পরিচিত হয়েছে এবং লৌহকঠিন অংশীদার হয়েছে। তারা এই উত্তপ্ত ভূমিতে আরও জীবন ও প্রাণশক্তি বয়ে আনছেন।

বিদেশি নিক লুক্সেমবার্গের একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। ২০০৮ সাল থেকে তিনি গ্রামের সিপিসি’র সম্পাদক সিয়ে ওয়ান চু’র "বিদেশি সহকারী" হয়ে উঠেছেন। তারা কিভাবে ভাগ্য সংযুক্ত করেছেন?

খুব ভোরে, নিক ও সিয়ে ওয়ান চু বাগানের উদ্দেশ্যে রওনা দেন। যখন তিনি বাগানে পৌঁছান, নিক কৃষকদের বরই বাছাই করতে এবং বহন করতে সাহায্য করেছিলেন। তিনি সাবলীলভাবে এবং দক্ষতার সাথে খামারের কাজ সম্পাদন করেছিলেন। নিক ও সিয়ে ওয়ান চু’র ছয় বছর আগে দেখা হয়েছিল। সেই সময় সিয়ে ওয়ান চু ছিলেন কুয়াং সি অঞ্চলের চা থোং গ্রামের সিপিসি’র প্রথম সম্পাদক। তিনি প্যাশন ফ্রুট চাষ করতে স্বেচ্ছাসেবকদের নিয়োগ করছিলেন। পরদিন তিনি অপ্রত্যাশিতভাবে এই বিদেশি বন্ধু নিকের সাথে দেখা করেন। কৃষিকাজ সম্পর্কে অনেক কিছু জানেন নিক এবং পাশাপাশি তিনি খুব পরিশ্রমী। যা সিয়ে ওয়ান চু’র উপর গভীর ছাপ ফেলে।

নিক লুক্সেমবার্গে একজন পুলিশ সদস্য ছিলেন। অবসর গ্রহণের পর বিশ্বভ্রমণ শুরু করেন। ২০১৬ সালে তিনি কুয়াং সি অঞ্চলে আসেন। তিনি এখানকার গ্রামাঞ্চল এবং গ্রামবাসী উভয়কেই পছন্দ করেন। তাই তিনি কুয়াং সিতে থাকার এবং বসতি স্থাপন করার সিদ্ধান্ত নেন। ২০১৮ সালে সিয়ে ওয়ান চু’র সাথে দেখা করার পর, নিক প্রায়ই বিনামূল্যে সাহায্য করার জন্য চা থোং গ্রামে যেতেন। সময়ের সাথে সাথে দুজনেই নির্বিকার অংশীদার হয়ে ওঠেন এবং গ্রামবাসীরা নিককে "বিদেশি সহকারী" বলেও ডাকতেন। তিন বছর ধরে, দু'জন গ্রামবাসীকে রাস্তা তৈরি করতে, প্যাশন ফল জন্মাতে, ঘাস জন্মাতে এবং গবাদি পশু পালনে সাহায্য করেছিলেন। ২০২০ সালের নভেম্বরে, চা থোং গ্রাম একটি দরিদ্র গ্রামের তালিকা থেকে বের হয়ে আসে এবং নিক তার হৃদয়ের গভীর থেকে খুশি হন।

নিক বলেন, গ্রামবাসীদের আরও ভালো জীবন দেখতে পেরে আমি খুব গর্বিত।

২০২৩ সালে সিয়ে ওয়ান চু চা থোং গ্রামে কার্যমেয়াদ শেষ করে লিয়ান হু গ্রামে নিযুক্ত হন। নিককেও তিনি লিয়ান হুয়া গ্রামে যাওয়ার আমন্ত্রণ জানান।

এ থেকে সিয়ে ওয়ান জু ও নিক লিয়ান হুয়া গ্রামের প্রতিটি কোণ পরিদর্শন করেছেন। মার্চ মাসে, লিয়ান হুয়া গ্রামে হাজার হাজার একর জমিতে বরই ফুল ফুটেছিল। নিক ও গ্রামবাসীরা সব দিক থেকে পর্যটকদের স্বাগত জানাতে ব্যস্ত ছিলেন। মে মাসে যখন বরইগুলো পাকে এবং ডালে ঝুলে থাকে, তখন নিক বাছাই এবং পরিবহনে ব্যস্ত ছিলেন। এখন নিক কুয়াং সিতে বসতি স্থাপন করেছেন এবং একজন চীনা স্ত্রীও খুঁজে পেয়েছেন। তিনি চীনকে তার বাড়ি বলে মনে করেন।

তিনজনের এ গ্রুপের আরেকজন রয়েছেন। যার নাম থাং সিয়াও ফু। তিনি কুয়াং সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কৃষি ডক্টর।  থাং সিয়াও ফুকে, সিয়ে ওয়ান চু এবং নিকের টিংকথ্যাংক হিসেবে বিবেচনা করা হয়।

২০১৯ সালে থাং সিয়াও ফু, বিজ্ঞান ও প্রযুক্তি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ফল ও সবজি চাষের উপর একটি জনকল্যাণমূলক বক্তৃতা দিতে চা থোং গ্রামে যান। সে সময় তিনি সিয়ে ওয়ান চু ও নিকের সাথে পরিচিত হন।

গ্রামবাসীদের  জন্য একই ধরণের আবেগের কারণে, তিনটি "বৃদ্ধ ছেলে" ভালো বন্ধু হয়ে ওঠে। সিয়ে ওয়ান চু এবং নিক লিয়ান হুয়া গ্রামে আসার পরও, থাং সিয়াও ফু অব্যাহতভাবে তাদের "থিঙ্ক ট্যাঙ্ক" হিসেবেই রয়ে গেছেন। লিয়ান হুয়া গ্রামে রয়েছে ২৬৬ হেক্টরেরও বেশি বরই গাছ। যা গ্রামবাসীদের আয় বৃদ্ধি এবং ধনী হওয়ার জন্য একটি স্তম্ভ শিল্প হিসেবে বিবেচিত হয়। গ্রামবাসীদের কাছে বরই প্রচার করার পাশাপাশি, থাং সিয়াও ফু এবং সিয়ে ওয়ান চু পর্যটকদের কাছে সুন্দর "অলংকারিক কুমড়া" সুপারিশ করার দিকে মনোনিবেশ করেন, এটি একটি নতুন জাত যা থাং সিয়াও ফু এবং গ্রামবাসীরা চাষাবাদের জন্য পরামর্শ দিয়ে থাকেন।

থাং সিয়াও ফু বলেন, যেহেতু লিয়ান হুয়া গ্রামে প্রচুর বরই গাছ রয়েছে প্রতি বছর আরও বেশি লোক এখানে ভ্রমণ করতে আসছে। তাই আমরা পর্যটনের মাধ্যমে শোভাময় কুমড়া শিল্পের বিকাশ করতে চাই। ফুল দেখার পাশাপাশি আমরা আলংকারিক কুমড়াও বিক্রি করতে চাই। আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞান ও প্রযুক্তি কৃষিক্ষেতে ছড়িয়ে দিতে চাই, যা আমাদের কৃষকদের উৎপাদন সমস্যা সমাধান করতে এবং কৃষকদের উৎপাদন ও আয় বাড়াতে সাহায্য করতে পারে।