বাংলাদেশে চলছে বন্যা, পানিবন্দী অনেক মানুষ
2024-06-20 17:29:38

জুন ২০, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশে সুনামগঞ্জ ও লালমনিরহাটে বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

সুনামগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে গেল কয়েকদিন ধরে বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে সাত উপজেলার নিম্নাঞ্চল। পাহাড়ি ঢলের প্লাবিত হয়েছে পৌর শহরের বিভিন্ন এলাকা। তিন হাজার ৭৪৭ বর্গকিলোমিটার আয়তনের এই জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে।

বৃহস্পতিবার সকালে সুরমা নদীর পানি কিছুটা কমে বিপদ সীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাহাড়ি ঢলের পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দোয়ারাবাজার ও ছাতক উপজেলার বাসিন্দারা। সুনামগঞ্জ সদর, তাহিরপুরসহ সাত উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেলে বন্যা পরিস্থিতি মোকাবেলার উদ্যোগ নেয়া হয়। সাত উপজেলার প্রায় সাড়ে ৬ লাখ মানুষ পানিবন্দি রয়েছেন।

এদিকে দেশের উত্তরাঞ্চলে লালমনিরহাটে ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা, ধরলা, সানিয়াজান নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিয়েছে। নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করার কারণে  ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে গেছে।  তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

এতে জেলার ৫ উপজেলার প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ০০ সেন্টিমিটার, যা বিপৎসীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গণমাধ্যমকে জানান, দেশের উত্তরাঞ্চলের দুধকুমার, তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যে কোনো সময় বিপৎসীমা অতিক্রম করে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।

শান্তা/সৌরভ