তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিরোধিতা করে চীন
2024-06-20 19:34:25

জুন ২০: তাইওয়ানের কাছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ত্র বিক্রির অনুমোদনের বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ বৃহস্পতিবার বলেছেন যে, চীন এর তীব্র নিন্দা জানায় এবং দৃঢ় বিরোধিতা করে। লিন চিয়ান উল্লেখ করেন, ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি কর্তৃপক্ষ ‘স্বাধীনতার দাবিতে শক্তি প্রয়োগ করার’ চেষ্টা করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ‘স্বাধীনতার সমর্থনে শক্তি প্রয়োগে’ উস্কানি দিচ্ছে। যা অবশ্যই বিপর্যয়ের দিকে নিয়ে যাবে, পরিণতি খারাপ হবে এবং ব্যর্থ হবে।

 

জানা গেছে, মার্কিন প্রতিরক্ষা বিভাগের প্রতিরক্ষা সহযোগিতা সংস্থা এক বিবৃতি জারি করে বলেছে যে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাইওয়ানে প্রায় ৩৬০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ‘সুইচব্লেড’ ও ‘আল্টিয়াস-৬০০’ ড্রোন বিক্রির অনুমোদন দিয়েছে।

এ বিষয়ে লিন চিয়ান উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র চীনের বারবার বিরোধিতা ও দৃঢ় বাধা উপেক্ষা করছে এবং আবারও চীনের তাইওয়ান অঞ্চলে অস্ত্র বিক্রি করছে। যা এক-চীন নীতি, চীন-মার্কিন তিনটি যৌথ বিবৃতি এবং ‘অগাস্ট ১৭ বিবৃতি’ গুরুতরভাবে লঙ্ঘন করেছে। এটা চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ, চীন-মার্কিন সম্পর্ক এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। পাশাপাশি, ‘তাইওয়ানের স্বাধীনতার’ দাবিদার বিচ্ছিন্নতাবাদী শক্তিকে গুরুতর ভুল সংকেত দিয়েছে।

 

লিন চিয়ান পুনর্ব্যক্ত করেন যে, তাইওয়ান ইস্যুটি চীনের মূল স্বার্থের কেন্দ্র এবং চীন-মার্কিন সম্পর্কের প্রথম অনতিক্রম্য সীমা রেখা। ‘তাইওয়ানের স্বাধীনতার’ বিরোধিতা করা এবং জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করার জন্য চীনের দৃঢ় ইচ্ছাশক্তি এবং শক্তিশালী ক্ষমতাকে কারো অবমূল্যায়ন করা উচিত নয়।

  (স্বর্ণা/তৌহিদ/লিলি)