‘তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ৭৫
2024-06-19 19:04:50

‘তারুণ্যের অগযাত্রা’ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রধান হাতিয়ার তারুণ্য। তরুণরা চাইলেই পারে সমাজকে বদলে দিতে। এজন্য দরকার তাদের চিন্তা ও মেধার সমন্বয়। চীন ও বাংলাদেশের তরুণদের অফুরান সম্ভাবনার কথা তুলে ধরবো এই অনুষ্ঠানে। তরুণদের সৃজনশীলতার গল্পগাঁথা নিয়েই সাজানো হয়েছে আমাদের তারুণ্যের অগ্রযাত্রা।

 

৭৫ তম পর্বে যা যা থাকছে:

১. ২২তম স্ট্রেইট ইয়ুথ ফোরামে প্রণালীর দুই পাশের তরুণদের বিনিময় বাড়ানোর প্রতিশ্রুতি

২. চীনের স্নাতকদের জন্য আরও চাকরির সুযোগ

৩. সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষায় বিশ্বের তরুণরা যে প্রতিশ্রুতি দিয়েছেন

 

১.  ২২তম স্ট্রেইট ইয়ুথ ফোরামে প্রণালীর দুই পাশের তরুণদের বিনিময় বাড়ানোর প্রতিশ্রুতি

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ১৬ তম স্ট্রেইট ফোরাম। আর এই ফোরামের একটি প্রধান ইভেন্ট ছিলো ২২তম স্ট্রেইটস ইয়ুথ ফোরাম।  পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেন শহরে এই ফোরাম অনুষ্ঠিত হয়।  'মানুষের মধ্যে বিনিময় সম্প্রসারণ, একীকরণ এবং উন্নয়নকে গভীরতর করা' এই থিমে এই বছরের ফোরামটিতে তাইওয়ানের তরুণ অংশগ্রহণকারীদের সঙ্গে মূলভূখণ্ডের তরুণদের ক্রস-স্ট্রেইট বিনিময় বাড়ানোর প্রতিশ্রুতি দেয়া হয়।

 

ফুচিয়ান সরকারের তাইওয়ান বিষয়ক অফিসের উপ-পরিচালক ছেন চিয়াং বলেন, তৃণমূল বিনিময়, যুব বিনিময়, সাংস্কৃতিক বিনিময় এবং অর্থনৈতিক বিনিময় এই চারটি বিভাগ নিয়ে ফোরাম গঠন করা হয়েছে। বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, কৃষি, বনজ, পানি সংরক্ষণ এবং লোকজ বিশ্বাস এই বিষয়গুলোকে প্রাধান্য দেয়া হয় বলে জানান তিনি। তাইওয়ানবাসীদের জীবনকে সহজতর করতে আরও কয়েকটি ব্যবস্থা গ্রহণ করা হয় বলেও জানান তিনি।   

এইবারের সম্মেলন তৃণমূল সংগঠন এবং তরুণ দলগুলো অংশগ্রহণের উপর জোর দেয়, মূল ভূখণ্ডে উন্নয়নের সুযোগ ভাগাভাগির উপর জোর দেয় এবং তাইওয়ানের বাসিন্দাদের দেশের আধুনিকীকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে উৎসাহিত করে। বিশেষভাবে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের কথাও জানান এই কর্মকর্তা।  

স্ট্রেইটস ইয়ুথ ফোরাম, তাইওয়ান প্রণালীর উভয় প্রান্তের তরুণদের ধারণা বিনিময়, একে অপরের কাছ থেকে শেখা এবং তাদের বন্ধুত্ব বৃদ্ধি করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। যুব প্রতিনিধি এবং পণ্ডিতসহ বিভিন্ন ক্ষেত্র থেকে আসা প্রায় ৫৫০ জন এতে অংশগ্রহণ করেন।

এতে অংশগ্রহণকারী তাইওয়ানের একজন অভিনেত্রী ছেন ছু ইন বলেন, প্রণালীর দুইপাশের মানুষের সম্ভাবনার কথা। 

"আপনি যদি মূল ভূখণ্ডে আসতে ইচ্ছুক হন তবে আপনি একটি ভিন্ন উত্তর, একটি ভিন্ন সমাধান এবং হতে পারে একটি সম্পূর্ণ ভিন্ন বিশ্ব খুঁজে পেতে পারেন।’

তাইওয়ানের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লি লিয়াং ই মনে করেন তাইওয়ান প্রণালীর উভয় প্রান্তের মানুষের মধ্যে বন্ধুত্ব বজায় রাখা অনেক জরুরী।  

"আমি মনে করি আমাদের লক্ষ্য হওয়া উচিৎ সঠিক বার্তাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং  তাইওয়ান প্রণালীর উভয় দিকের মধ্যে শান্তি তৈরিতে সহায়তা করা।‘’ 

অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা জানান, বছরের পর বছর ধরে, স্ট্রেইট ফোরাম প্রণালীর উভয় পাশের তরুণদের একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য নতুন উপায় তৈরি করেছে, তাইওয়ানের তরুণদের জন্য মূল ভূখণ্ড সম্পর্কে আরও জানার জন্য একটি জানালা খুলে দিয়েছে। তাদের অনেকেই স্ট্রেইট ফোরামে তাদের অংশগ্রহণের মাধ্যমে মূল ভূখণ্ড সম্পর্কে গভীর উপলব্ধি অর্জন করেছে এবং এমনকি মূল ভূখণ্ডে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

এই বছরের সম্মেলনের যুব বিভাগে তাইওয়ানের ২হাজার ৩০০ জনের বেশি তরুণের অংশগ্রহণসহ ১৩ টি কার্যক্রম পরিচালনা করা হয়। তাইওয়ান ও মূল ভূখণ্ডের তরুণদের একে অপরের কাছ থেকে শেখার এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর আরও সুযোগ তৈরি করা এই ফোরামের লক্ষ্য বলে জানায় সংশ্লিষ্টরা। এবারের ১৬তম স্ট্রেইট ফোরাম, ৫০টি ইভেন্টের সমন্বয়ে এক সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়।

 

প্রতিবেদক : রওজায়ে জাবিদা ঐশী

 

২. চীনের স্নাতকদের জন্য আরও চাকরির সুযোগ

জাতীয়ভাবে চাকরির সুযোগ তৈরির লক্ষ্যে চীনে এই বছর ১ কোটি ১০ লাখেরও বেশি কলেজ শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করবে। এসব স্নাতকদের জন্য বেইজিংয়ের কলেজগুলোই তৈরি করে দিচ্ছে কর্মসংস্থানের সুযোগ।

চীন কৃষি বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ ওয়াটার রিসোর্সেস অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক চাং লিওয়েই বলেন,

‘আরও স্নাতক চাকরির বাজারে প্রবেশ করবে। আমাদের অধ্যাপক এবং উপদেষ্টারা সকলেই চাকরি এবং ক্যারিয়ার নির্বাচন করার বিষয়ে শিক্ষার্থীদের ব্যাপক সহায়তা করছে। আমরা তাদের কর্মসংস্থান প্রক্রিয়ার আগে এবং পরে সঠিক নির্দেশনা দিচ্ছি। তাই সব সহজে সম্পন্ন হচ্ছে।’

সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা যায়  প্রযুক্তি, প্রকৌশল, এবং স্বাস্থ্যসেবার মতো উচ্চমানের ক্ষেত্রগুলোতে  অনেক স্নাতকধারী শিক্ষার্থী পড়াশোনা শেষ করেই চাকরি পাচ্ছে।

 

চীনের কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিউ নিংকাং বলেন,

‘আমি গত অক্টোবরে আবেদন করা শুরু করেছি। অনেক সাক্ষাত্কারের পর দুটি চাকরির অফার পেয়েছি যা আমি সত্যিই পছন্দ করেছি। আমার প্রধান বিষয় হলো সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আমি ব্যাপক গবেষণা পরিচালনার মাধ্যমে নিজের অবস্থানের মূল্যায়ন করেছি এবং আমার কলেজ থেকে সাহায্য চেয়েছি। অবশেষে আমি সেই হ্যনান প্রদেশে চাকরি পেলাম যেটা নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম”

 

তবে লিউর চেয়ে ভিন্ন পথ বেছে নিয়েছেন মা ইয়ানছি। তিনি পিকিং ইউনিভার্সিটিতে আফ্রিকান স্টাডিজ বিষয়ে পড়াশোনা করেছেন। কিন্তু চাকরি খোঁজার ব্যাপারে তার পথ খানিকটা ভিন্ন।

মা ইয়ানছি আরও জানালেন, নিউইয়র্কে ইন্টার্নশিপ শেষ করার পর তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যাবেন দ্বিতীয় আরেকটি ইন্টার্নশিপ করতে। এতে করে তিনি আফ্রিকা সম্পর্কে আরও ভালো ধারণা পাবেন বলে জানান তিনি।

 

কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে নিজেকে মানিয়ে নেওয়ার যোগ্যতার সঙ্গে জীবনমুখী শিক্ষাটাও গুরুত্বপূর্ণ। আর তাই চাকরির বাজারে নিজেদের আরও যোগ্য করে তুলতে বেইজিংয়ের কলেজগুলো তাদের শিক্ষার্থীদের আগে থেকেই বাড়তি দক্ষতা ও সনদ অর্জনে ক্রমাগত উৎসাহ দিয়ে যাচ্ছে।

 

প্রতিবেদক : রফিক বিপুল

সম্পাদক: ফয়সল আবদুল্লাহ

 

৩. সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষায় বিশ্বের তরুণরা যে প্রতিশ্রুতি দিয়েছেন

চীনের প্রস্তাবিত উদ্যোগে ১০ জুন সভ্যতার মধ্যে প্রথম আন্তর্জাতিক সংলাপ দিবসের তিনদিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের একদল তরুণ যোগদান করেন। 

দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশে অনুষ্ঠিত এই সংলাপ অনুষ্ঠানে তারা বিশ্ব ঐতিহ্যের আরও ভাল সুরক্ষার জন্য সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক শিক্ষা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন।  

 

সম্প্রতি হোংহ্য হানি এবং ইয়ি স্বায়ত্তশাসিত প্রিফেকচারে অনুষ্ঠিত হওয়া এই ইভেন্টটি বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুব শক্তিকে কীভাবে কাজে লাগাতে পারে তার উপর দৃষ্টি নিবদ্ধ করে। এটি বিশ্বের কূটনীতিক, যুব প্রতিনিধি এবং মিডিয়া পেশাদারদের জড়ো করে। 

 

ইউনেস্কো মাল্টিসেক্টরাল রিজিওনাল অফিস ফর ইস্ট এশিয়ার ডিরেক্টর শাহবাজ খান একটি ভিডিও বক্তব্যে "উদ্ভাবনের প্রধান শক্তি" হিসেবে তরুণদের ভূমিকার ওপর জোর দেন।

তিনি আরও বলেন,তরুণদের সৃজনশীলতা  ও  সেই সম্ভাবনা আছে, যার মাধ্যমে তারা নিজেদের, তাদের কমিউনিটির এবং বিশ্বের পরিবর্তন ঘটানোর ক্ষমতা রাখে।  "আমাদের উচিত তরুণদের সক্রিয় অংশগ্রহণকে উত্সাহিত করা,  যাতে তাদের কণ্ঠস্বর  আরও বলিষ্ঠ হয় এবং সম্পৃক্ত হয়ে অবদান রাখতে পারে।‘’

 

ইয়ুননান প্রদেশে ছয়টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে এবং হংহ্য প্রিফেকচারে হংহ্য হানি রাইস টেরেসের সাংস্কৃতিক ল্যান্ডস্কেপ রয়েছে, যা ২০১৩ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় খোদাই করা হয়।

সংলাপের সময়, সভ্যতার মধ্যে সমতা, পারস্পরিক শিক্ষা, সংলাপ এবং অন্তর্ভুক্তিকে তুলে ধরে হোংহ্য ইনিশিয়েটিভের কিছু বিষয় উপস্থপন করা হয়। মানবতার জন্য বিশ্বের প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ রক্ষায় যোগদান করতে বিশ্বব্যাপী যুবকদের সমর্থন আহ্বান করা হয়।

 

ইভেন্ট চলাকালীন "প্রেমময় চীন" থিমযুক্ত একটি আন্তর্জাতিক সংক্ষিপ্ত ভিডিও প্রতিযোগিতার আয়োজন করা হয়।  

 

প্রতিবেদক : রওজায়ে জাবিদা ঐশী

 

আমাদের ‘তারুণ্যের অগযাত্রা’ আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।

  

পরিকল্পনা ,পরিচালনা ও সঞ্চালনা : রওজায়ে জাবিদা ঐশী 

অডিও সম্পাদনা: রফিক বিপুল

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী