জুন ১৯, সিএমজি বাংলা ডেস্ক : চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী গণমাধ্যম চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং টেলিকম জায়ান্ট চায়না মোবাইল একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গলবার বেইজিংয়ে এই দুই প্রতিষ্ঠান চুক্তি স্বাক্ষর করে। এসময় উভয় পক্ষই গভীর, সর্বাত্মক এবং বহু-স্তরের সহযোগিতার প্রতিশ্রুতি দেয়।
আসন্ন প্যারিস অলিম্পিক, টোকিও অলিম্পিক, বেইজিং শীতকালীন অলিম্পিক এবং কাতার বিশ্বকাপের মতো শীর্ষস্থানীয় ক্রীড়া ইভেন্টগুলোর সম্প্রচার অধিকার লাইসেন্সের ব্যাপারে সিএমজি চায়না মোবাইলের সঙ্গে সহযোগিতা চুক্তিটি করে।
সিএমজির নির্বাহী অফিসের জেনারেল ডিরেক্টর ফেং চিয়ানমিং জানান, "চায়না মিডিয়া গ্রুপ এবং চায়না মোবাইল এই কৌশলগত সহযোগিতাকে একটি নতুন সূচনা পয়েন্ট হিসেবে গ্রহণ করবে। ব্র্যান্ড বিল্ডিং, ইভেন্ট সম্প্রচার, প্রযুক্তিগত উদ্ভাবন, শিল্প সম্প্রসারণ, তথ্য ভাগাভাগি এবং অন্যান্য দিকগুলোতে যৌথভাবে সক্রিয় পদক্ষেপ নেয়া হবে।
চায়না মোবাইলের ডেপুটি জেনারেল ম্যানেজার ছাং তং বলেন, "বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ফ্রেমওয়ার্কের মধ্যে এশিয়ান, আফ্রিকান এবং ইউরোপীয় অঞ্চলের মূল প্রকল্পগুলোতে ফোকাস করার মাধ্যমে, চীনের সাংস্কৃতিক শক্তি এবং সংস্কৃতির আবেদন বাড়াতে বিদেশি প্রচার জোরদার করা হবে।
ঐশী/শান্তা
তথ্য ও ছবি : সিসিটিভি