চীনের বাস্তব অর্থনীতির প্রবৃদ্ধি আরও শক্তিশালী করছে বিভিন্ন আর্থিক খাত
2024-06-16 16:19:27

জুন ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বাস্তব অর্থনীতির প্রবৃদ্ধি অব্যাহত রাখতে দীর্ঘদিন থেকে দেশটির সরকার আর্থিক খাতগুলোর উপর জোর দিয়েছে। পাশাপাশি, এসব আর্থিক খাতকে গুরুত্ব দিয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় চলতি বছর চীনের আর্থিক খাতগুলো দেশটির বাস্তব অর্থনীতির মানসম্মত প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করেছে।

 

সম্প্রতি চীনের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত মে মাস পর্যন্ত সামাজিক উন্নয়ন খাতে অর্থায়ন হয়েছে ৩৯১ দশমিক ৯৩ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ৫৪.০১ ট্রিলিয়ন মার্কিন ডলার)। যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৪ শতাংশ বেশি। এর মধ্যে শুধুমাত্র মে মাসে সামাজিক অর্থায়নের পরিমাণ বেড়ে ২ দশমিক ০৬ ট্রিলিয়ন ইউয়ান হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৫০৮ দশমিক ৮ বিলিয়ন ইউয়ান বেশি।

 

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, জাতীয় অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত অপেক্ষাকৃত দুর্বল খাতগুলোতে আরও বেশি অর্থায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

শুভ/ঐশী/তৌহিদ

তথ্য ও ছবি: সিসিটিভি