চীনের নতুন রেলওয়ে অপারেটিং পরিকল্পনা বাস্তবায়ন
2024-06-16 16:28:08

জুন ১৬, সিএমজি বাংলা ডেস্ক: যাত্রী ও পণ্যবাহী পরিবহন ক্ষমতা উন্নত করার লক্ষ্যে চীন শনিবার থেকে শুরু হওয়া একটি নতুন রেলওয়ে অপারেটিং পরিকল্পনা বাস্তবায়ন করেছে। রোববার জাতীয় রেলওয়ে অপারেটিং কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

এদিকে, চায়না স্টেট রেলওয়ে গ্রুপ কোম্পানি লিমিটেড জানিয়েছে, নতুন পরিকল্পনার অধীনে, সারা দেশে নতুন করে ২০৫টি যাত্রীবাহী ট্রেন যোগ করা হয়েছে,যার মোট সংখ্যা ১২ হাজার ৬শ’ ৯০ এ পৌঁছেছে।

 

সমন্বয়ের পরে, বেইজিং-হংকং এবং শাংহাই-হংকং হাই-স্পিড স্লিপার ট্রেনগুলো প্রথমবারের মতো চালু করা হয়। এছাড়াও, মধ্য ও পশ্চিমাঞ্চলে ট্রেন পরিষেবা আরও উন্নত করা হয়েছে।

 

চীন-ইউরোপ মালবাহী ট্রেনের জন্য নতুন সময়সূচী চালু করা হয়, যার মধ্যে রয়েছে ছোংছিং, উহান, ইয়িউ, কুয়াংচৌ, জার্মানির ডুইসবার্গ এবং পোল্যান্ডের ওয়ারসো এর সঙ্গে সংযোগকারী রুট।

 

ঐশী/শুভ

তথ্য ও ছবি: সিসিটিভি