দক্ষিণ চীনের সিছিয়াং নদীতে এ বছর ‘১ নম্বর বন্যা’
2024-06-16 16:25:46

জুন ১৬, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের সিছিয়াং নদীতে ২০২৪ সালে ‘১ নম্বর বন্যার’ খবর দিয়েছে চীনের পানিসম্পদ মন্ত্রণালয়। শনিবার বিকেল ৩:২০ মিনিট পর্যন্ত, দক্ষিণ চীনের কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের উছৌ হাইড্রোলজিক্যাল স্টেশনে পানিপ্রবাহ স্টেশনের সতর্কতা স্তর ১৮.৫ মিটারে পৌঁছেছে। 

সাধারণত নদীতে প্রতি বছর নির্দিষ্ট মাত্রার বেশি পানির চাপ থাকলে সেই পানি প্রবাহকে বন্যা পরিস্থিতির ১ নম্বর স্তর হিসেবে বিবেচনা করা হয়।

এ বছর পার্ল নদীর অববাহিকায় সাতটি বন্যা হয়েছে। গেল শুক্রবার, দক্ষিণাঞ্চলীয় চারটি প্রাদেশিক অঞ্চল কুয়াংসি, ফুচিয়ান, ইয়ুননান এবং কুইচৌতে বন্যা পরিস্থিতি ‘চতুর্থ স্তর’ অতিক্রম করেছে বলে জানায়  চীনের পানিসম্পদ মন্ত্রণালয়। এ সময় এই অঞ্চলগুলোতে রোববার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার কথাও জানানো হয়। বন্যার পূর্বাভাস ও আগাম সতর্কতা প্রদান এবং নদী অববাহিকায় বন্যা প্রতিরোধের জন্য কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, চীনে বন্যা নিয়ন্ত্রণে চার স্তরের জরুরি সতর্কতা ব্যবস্থা রয়েছে। যেখানে প্রথম স্তর হচ্ছে সবচেয়ে কঠিন সতর্কতা সংকেত এবং চতুর্থ স্তর হলো প্রাথমিক সতর্কতা সংকেত।

সৌরভ/ঐশী/তৌহিদ

তথ্য ও ছবি: সিজিটিএন