আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন শহিদুল ইসলাম। তিনি বর্তমানে ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন পরিবেশ বিজ্ঞানের ওপর। এর আগে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন শাংহাইয়ের থোংচি বিশ্ববিদ্যালয় থেকে এবং স্নাতক ডিগ্রি অর্জন করেছেন পানি প্রকৌশল বিদ্যায় চায়না থ্রি গর্জেজ বিশ্ববিদ্যালয় থেকে। শহিদুল যুক্ত আছেন নানা প্রতিষ্ঠানের সাথে। ভলান্টিয়ার হিসেবে কাজ করে অনেক এওয়ার্ড পেয়েছেন। তিনি চায়না থ্রি গর্জেজ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন ১ বছর। শহিদুল ইসলাম চীনকে ভালবাসেন। চীনের রাজনীতি ও সংস্কৃতির প্রতি রয়েছে তার গভীর আগ্রহ। বর্তমানে তাঁর গবেষণাকাজ কেমন? জানতে, চলুন, কথা বলি তাঁর সঙ্গে।