লুও ওয়েন ইয়ু চীনের তাইওয়ানের সুরকার, গীতিকার ও গায়ক। ছোটবেলা থেকে গান ও সঙ্গীত তার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ছোটবেলায় তিনি রেস্তোরাঁয় গিটার বাজিয়ে গান গাইতেন। জীবনের খুটিনাটি জিনিস বা অনুভূতি তার গানের অনুপ্রেরণা হয়ে যায়। ২০১১ সালে তার প্রথম অ্যালবাম ‘গুড ফিলিং’ প্রকাশিত হয়। আজকের অনুষ্ঠানে এই অ্যালবাম থেকে কয়েকটি গান বেছে নিয়ে আপনাদের শোনাবো। প্রথম গানটি হচ্ছে ‘অকৃত্রিম তোমাকে ভালবাসি’। এ গান তার স্ত্রী জাং ফিংয়ের জন্য লেখা। গানে বলা হয়েছে: ‘অকৃত্রিম তোমাকে ভালবাসি; বসন্তকালের ঘ্রাণের মতো, মেকাপ ছাড়াও তোমাকে অতি সুন্দর লাগে। অকৃত্রিম তোমাকে ভালবাসি; ভোরবেলার বনের মতো। তোমার জন্য সুস্থ জীবন যাপন করতে চাই।’
লুও ওয়েন ইয়ু’র গানে শুধু নিজের ভালবাসার কথা থাকে না। তিনি গানের মাধ্যমে অন্য মানুষকে ভালবাসতেও উত্সাহিত করেন। যেমন, ‘বিউটিফুল লেডি’ গানে তিনি বলছেন: “বিউটিফুল লেডি, নিজেকে ভালবাসা উচিত। বিউটিফুল লেডি, ভেতর থেকে বাইরে সুন্দর হওয়া উচিত। বিউটিফুল লেডি, নিজের সুখ পাওয়ার জন্য চেষ্টা করা উচিত।”
লুও ওয়েন ইয়ু’র গান অধিকাংশই আনন্দের। কিন্তু ‘আজকের রাত চাঁদহীন’ গানটি দুঃখের গান। গানে বলা হয়েছে: ‘বাগানের মধ্যে হালকা ফুলের সুগন্ধ, যে-ফুল তোমার হাতের চাষা। ফুল ফুটেছে, কিন্তু প্রেমের ফুল কুঞ্চিত হয়েছে। তোমার কথা মনে পড়লে আমাদের পরিচিত ওই রেস্তোরাঁয় যাই। খাবারের স্বাদও হারিয়ে গেছে। সেপ্টেম্বর মাসে শহরের মধ্যে জ্যোত্স্না ঠাণ্ডা বিছানায় পড়ে। যদি সম্ভব, চাঁদহীন রাত হোক, অন্ধকারের মধ্যেও বাড়িতে ফিরতে পারি।’
লুও ওয়েন ইয়ু’র সবচেয়ে প্রিয় বাদ্যযন্ত্র হচ্ছে গিটার। গিটার নিয়ে লেখা তার এই গানে বলা হয়েছে: ‘গিটার বাজিয়ে গুন গুন করে গান গাইলে দিনের বেলাতেও স্বপ্ন দেখতে পাই। আকাশের মেঘ মিকি মাউসের মতো। সোফা যেন বিমানের ফাস্ট ক্লাস আসনের মতো। মিউজিক আমাকে নিয়ে ঘুরে বেড়ায়। কাঠের গিটার বাজিয়ে গান গাইলে মনের মধ্যে সরল আনন্দ জাগে, সব দুঃখের কথা যেন বাতাসে উড়ে যায়।’
লুও ওয়েন ইয়ু’র আরেকটি প্রেমের গান শোনা যাক। ‘গুড ফিলিং’ গানে বলা হয়েছে: ‘তোমার পাশ দিয়ে যাওয়ার সময় তোমার পানে উঁকি মারলাম। আমার হৃত্স্পন্দন যেন ড্রামের মতো দ্রুত হয়ে উঠেছে। তোমার সামনে গিয়ে নিজের পরিচয় দেওয়ার কথা মনে মনে একশ বার রিহার্সেল করেছি। গুড ফিলিং; তোমার জন্য অনেক অনুভূতি আমার। তোমাকে বলতে চাই, কিন্তু হাতে অকারণে ঘাম হয়, মুখের কথা হয়ে যায় এলোমেলো। ’
লুও ওয়েন ইয়ু এফএম ৯১.৮ –এর জন্য রচিত গান ‘শিং ফু চিউ ই তিয়েন পা’ অর্থাত ‘সুখ যেন স্থায়ী হয়’ খুব আনন্দময় ও জনপ্রিয় একটি গান। শুনুন গানটি।
মিউজিককে নিয়ে নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য লুও ওয়েন ইয়ু’কে অচেনা শহরে ঘুরে বেড়াতে হয়েছে। অচেনা শহরের মধ্যে থাকলে একাকী অনুভূতি হয় এবং নিজের দেশের কথা মনে পড়ে। ‘শিয়াং চিয়া’ গানটিতে এমন অনুভূতি প্রকাশিত হয়েছে।
একজন মানুষকে সত্যিকার অর্থে ভালবাসলে তার জন্য সবকিছু করতে ইচ্ছে করে। কিন্তু তারপরও সে মানুষ নাও বুঝতে পারে বা নাও ভালবাসতে পারে। শুনুন ‘আমি সত্যি সত্যি তোমাকে ভালবাসি’ গানটি।
প্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে লুও ওয়েন ইয়ু’র আরেকটি গান শোনাবো। ‘সব দিক থেকে নিখুঁত’ গানটি লুও ওয়েন ইয়ু নিজের বিয়ে অনুষ্ঠানের জন্য রচনা করেন। গানের কথাগুলো এমন: ‘দিন অন্ধকার, বাতাস প্রবল, বাড়ি যাওয়ার পথে আমি তোমার সঙ্গী। তুমি জানো না, তোমাকে ভালবাসতে পেরে কত আনন্দ পাই। আমি হয়তো নিখুঁত মানুষ নই, কিন্তু তোমার জন্য জীবনে প্রথমবারের মতো বিয়ে করার কথা ভাবছি। অনেক দেশে ঘুরে দেখেছি, কিন্তু তোমার পাশে থাকতে চাই। ভেতর থেকে বাইরে তোমাকে পুরোপুরি সুন্দর লাগে। তোমার সঙ্গে কাঁদি, তোমার সঙ্গে হাসি, তোমাকেই মিস করি। তোমাকে পেয়ে জীবন নিখুঁত হয়ে যায়।’
(স্বর্ণা/আলিম)