চীনা অর্থনীতিতে আশানুরূপ প্রবৃদ্ধি হবে: মুখপাত্র
2024-06-13 18:42:20

জুন ১৩: চীনা অর্থনীতিতে আশানুরূপ প্রবৃদ্ধি অর্জিত হবে। চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে, চীনা অর্থনীতির প্রবৃদ্ধি সম্পর্কে বিশ্বব্যাংকের সাম্প্রতিক ইতিবাচক পূর্বাভাসের প্রেক্ষাপটে, এ সব কথা বলেন।

তিনি বলেন, চীন বিশ্বের সাথে উচ্চমানের উন্নয়নের সুবিধা শেয়ার করতে চায় এবং বিশ্বের আধুনিকায়নের প্রক্রিয়া ত্বরান্বিত করতে অন্যান্য দেশের সাথে সহযোগিতায় ইচ্ছুক।

মুখপাত্র আরও বলেন, বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে যে, চীনের রফতানি ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড প্রত্যাশার চেয়ে শক্তিশালী। আর চীনা জাতীয় শুল্ক সাধারণ ব্যুরোর পরিসংখ্যান অনুসারে, গত মে পর্যন্ত চলতি বছর চীনের পণ্যবাণিজ্যে আমদানি ও রফতানির পরিমাণ ছিল গত বছরের একই সময়ের চেয়ে ৬.৩ শতাংশ বেশি।

উল্লেখ্য, বিশ্ব ব্যাংকের সম্প্রতি প্রকাশিত সর্বশেষ অর্থনৈতিক প্রতিবেদনে, ২০২৪ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৪.৫ থেকে ৪.৮ শতাংশে উন্নীত করা হয়। (ছাই/আলিম/ওয়াং হাইমান)