জুন ১২: গত ৭ জুন ৭৮তম জাতিসংঘ অধিবেশনে চীনের উত্থাপিত সভ্যতার সংলাপ বিষয়ক আন্তর্জাতিক দিবস প্রতিষ্ঠার প্রস্তাব পাস করা হয়েছে। এতে ১০ জুনকে ‘আন্তঃসভ্যতা সংলাপ আন্তর্জাতিক দিবস’হিসেবে নির্ধারণ করা হয়। এ দিনটি চীনের ঐতিহ্যবাহী উৎসব- ড্রাগন নৌকা উত্সব। স্থানীয় সময় ১০ জুন, চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজি এবং শিকাগোতে চীনা কনস্যুলেট জেনারেলের সঙ্গে যৌথভাবে চীন-মার্কিন জনগণের বন্ধুত্ব উন্নয়ন বিষয়ক একটি কার্যক্রম যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের মাদাম সারাহ্ ডি.ল্যান্ডের বাসায় আয়োজন করে। মাদাম সারাহ্ একটি বিশেষ পারিবারিক ভোজের আয়োজন করেন। এতে তিনি চীন ও যুক্তরাষ্ট্রের বন্ধুদের আমন্ত্রণ জানান এবং সুস্বাদু চীনা খাবারের ব্যবস্থা করেন। এতে চীন-মার্কিন বন্ধুরা ড্রাগন নৌকা উত্সব এবং ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির আমেজ উপভোগ করেছেন। সিএমজি’র প্রেসিডেন্ট সেন হাই শিয়োং মাদাম সারাহ্কে একটি চিঠি লিখেছেন। শিকাগোতে চীনের কনসাল জেনারেল চাও চিয়ান কার্যক্রমে উপস্থিত ছিলেন।
চিঠিতে সেন হাই শিয়োং লিখেছেন, ড্রাগন নৌকা উৎসব হচ্ছে চীনের ঐতিহ্যবাহী উৎসব। এ সময় বিশ্বের নানা অঞ্চলে বিভিন্ন ধরনের কার্যক্রম আয়োজিত হয়। এতে চীনের সংস্কৃতি অনুভব করা যায়। এদিন আপনি বিশেষ একটি পারিবারিক ভোজের প্রস্তুতি নিয়েছেন। এতে কিছু মার্কিন বন্ধু ও সিএমজির কিছু প্রতিনিধি একযোগে চীনা খাবার উপভোগ করতে পেরেছেন এবং ড্রাগন নৌকা উৎসব উদযাপন করেছেন। এজন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার ও অন্য মার্কিন বন্ধুদের সঙ্গে দু’দেশের জনগণের মনের সংযুক্তি ও বিনিময় এগিয়ে নিতে চায় সিএমজি। যাতে করে দু’দেশের জনগণের বন্ধুত্ব আরও গভীর হয়।
মাদাম সারাহ্ ডি.ল্যান্ডে সেন হাই শিয়োংয়ের চিঠির জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, আজ সন্ধ্যার এই টেবিলে, ১৯৮৫ সালে, জনাব সি চিন পিংকে অভ্যর্থনা জানিয়েছিলাম। ২০১২ সালে, তখনকার চীনা ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার সি চিন পিংকে স্বাগত জানিয়েছিলাম আমার বাসায়। বিগত কয়েক যুগে এখানে আইওয়া রাজ্যের মানুষ ও চীনা জনগণের বন্ধুত্বপূর্ণ বিনিময় প্রত্যক্ষ করেছে। আমি জেনেছি যে, কয়েকদিন আগে জাতিসংঘ অধিবেশনে চীনের উত্থাপিত সভ্যতার সংলাপ বিষয়ক আন্তর্জাতিক দিবস প্রতিষ্ঠার প্রস্তাব পাস করা হয়েছে। পাশাপাশি, এ বছরের এদিন হচ্ছে চীনের ঐতিহ্যবাহী ড্রাগন নৌকা উৎসব। আমি খুব খুশি যে চীনের কনসাল জেনারেল চাও চিয়ানসহ চীনা বন্ধুদেরকে আমার বাসায় আমন্ত্রণ জানাতে পেরেছি। সিএমজিকেও ধন্যবাদ জানাই এ কার্যক্রম আয়োজনের জন্য। আমরা একসাথে ড্রাগন নৌকা উৎসব উপভোগ করছি এবং উৎসবের সংস্কৃতির আমেজ নিচ্ছি। আমি মনে করি তা হচ্ছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে ভালো সভ্যতার সংলাপ।
চীনের কনসাল জেনারেল চাও চিয়ান জানান, উপস্থিত পুরানো বন্ধুদের দেখে মন আনন্দিত। মাদাম সারাহ্-সহ অনেক মার্কিন বন্ধু চীন-মার্কিন জনগণের বন্ধুত্বকে অনেক গুরুত্ব দেন। এ কারণে চীন ও মার্কিন জনগণ প্রশান্ত মহাসাগরে ‘বন্ধুত্বের সেতু’ নির্মাণ করতে পারে। গত বছর প্রেসিডেন্ট সি চিন পিং সান ফ্রান্সিসকোয় ঘোষণা করেছিলেন যে, আগামী ৫ বছরে, চীনে গিয়ে বিনিময় ও শিক্ষার জন্য ৫০ হাজার মার্কিন তরুণতরুণীকে আমন্ত্রণ জানানো হবে। এতে আমরা অনেক উত্সাহিত হয়েছি। আমরা আশা করি ও বিশ্বাস করি আরও বেশি মার্কিন ছাত্রছাত্রী চীন যেতে পারবেন, চীনের সংস্কৃতি, ঐতিহ্য ও উন্নয়ন অনুভব করতে পারবেন, চীন-মার্কিন জনগণের সহযোগিতা ও উভয়ের জয়ের গল্প জানতে পারবেন এবং দু’দেশের সম্পর্কের সুন্দর ভবিষ্যত সৃষ্টি করতে পারবেন।
মার্কিন আইওয়া রাজ্যের মাস্কাট চীন বন্ধুত্ব কমিটির চেয়ারম্যান ড্যান স্টেইন জানান, এ দিনের কার্যক্রম অনেক অর্থপূর্ণ। কারণ, খাবার ও সাংস্কৃতিক বিনিময় মানুষকে কাছাকাছি আনতে পারে। চীনা বন্ধুদের সাথে একযোগে চীন-মার্কিন জনগণের বন্ধুত্বের উন্নয়ন অনেক তাত্পর্যপূর্ণ।
(আকাশ/তৌহিদ/ফেইফেই)