নিম্ন-উচ্চতা অর্থনীতি---অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নতুন অধ্যায়
2024-06-10 10:00:26

100%
0612topic
Current Time 0:00
Duration -:-
Loaded: 0%
Stream Type LIVE
Remaining Time -0:00
 
1x
Video Player is loading.

অনেক সায়েন্স ফিকশন মুভিতে মানুষ বিভিন্ন ধরনের উড়ন্ত মেশিন চালিয়ে আকাশে ওড়ে। আধুনিক প্রযুক্তির দ্রুত উন্নয়নে এখন সায়েন্স ফিকশন মুভির দৃশ্য বাস্তবে দেখা যাচ্ছে। এখন চীনের বিভিন্ন শহরে দেখা যায় নানা রকমের উড়ন্ত মেশিন, আর একটি উদীয়মান ক্ষেত্র মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে, তা হল ‘নিম্ন-উচ্চতা অর্থনীতি’। আজকের অনুষ্ঠানে আমরা এ নিয়ে কিছু আলোচনা করবো।