সাংবাদিক মোস্তফা মল্লিকের সাক্ষাত্কার
2024-06-09 18:22:38


আজকের বৈঠকখানায় আমার সাথে যোগ দিচ্ছেন সাংবাদিক মোস্তফা মল্লিক। বর্তমানে কাজ করছেন ‘চ্যানেল আই’-এর বিশেষ প্রতিনিধি হিসেবে। চ্যানেল আই বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। এখানে তিনি ২০০৫ সাল থেকে কাজ করছেন। এর আগে আজকের কাগজ ও সাপ্তাহিক রোববারে কাজ করেছেন। বাংলাদেশের ইত্তেফাক, ডেইল স্টার বাংলা, বাংলা ট্রিবিউনসহ বেশকিছু গণমাধ্যমে লেখালেখিও করেন তিনি। চ্যানেল আই-এ তিনি মূলত শিক্ষা নিয়ে কাজ করেন। এর বাইরে যেকোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাকে গবেষণা করতে হয় এবং প্রতিবেদন দিতে হয়।  দেশের সবগুলো জেলা ও উপজেলা এবং গুরুত্বপূর্ণ সব জায়গায় ভ্রমণ করেছেন। দেশের বাইরে চীন, ভারত, নেপাল, শ্রীলংকা, পাকিস্তান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,  ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস,  সুইজারল্যান্ড, বেলজিয়াম, ইতালি, কেনিয়া ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ভ্রমণ করেছেন। ওই সব দেশের কিছু গুরুত্বপূর্ণ এসাইনমেন্ট কাভার করেছেন তিনি। আর কিছু দেশ দেখার জন্য ভ্রমণ করেছেন। তিনি অর্থনীতি নিয়ে লেখাপড়া করেছেন।  একই সাথে আইন নিয়েও লেখাপড়া করেছেন। তাঁর ছয়টি প্রকাশনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 'রক্তাক্ত পিলখানা, অপ্রকাশিত কথা, অপ্রকাশিত ছবি'। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।