‘বেইজিংয়ের এক রাত’
2024-06-09 19:33:33

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)


বন্ধুরা, শুনছিলেন স্যু সংয়ের কন্ঠে একটি গান। এখন আমি কন্ঠশিল্পী ফিং আনের কন্ঠে 'বেইজিংয়ের এক রাত' শীর্ষক গান শোনাবো। তিনি ১৯৭৮ সালের ৯ নভেম্বর শাংহাইয়ে জন্মগ্রহণ করেন। ২০০১ সালে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। ২০১২ সালে তিনি চেচিয়াং প্রদেশের টিভি কেন্দ্রের সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। একই বছরে তিনি সিসিটিভি'র সংগীত প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হন। 'বেইজিংয়ের এক রাত' শীর্ষক গানটি কাজাখ জাতির একটি লোকসংগীত। আশা করি, আপনারা ফিং আনের কন্ঠে গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, শুনছিলেন কন্ঠশিল্পী ফিং আনের কন্ঠে 'বেইজিংয়ের এক রাত' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী চু হাই-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৭৬ সালের ১০ মে আনহুই প্রদেশের পেংপু শহরে জন্মগ্রহণ করেন। তিনি কন্ঠশিল্পী, জাতীয় প্রথম পর্যায়ের অভিনেত্রী, সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রথম যুব ফেডারেশনের সদস্য, কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক সংস্থার যুব ফেডারেশনের সদস্য, জাতীয় যুব ফেডারেশনের সদস্য, চীনা সংগীতজ্ঞ সমিতির সদস্য, এবং জাতীয় এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক বিশেষ দূত। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘সৌভাগ্য আসছে’ শীর্ষক গান শোনাবো। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৩)

বন্ধুরা, শুনছিলেন কন্ঠশিল্পী চু হাই-এর ‘সৌভাগ্য আসছে’ শীর্ষক গানটি। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী লিয়াং চিং রু-র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তাঁর জন্ম ১৯৭৮ সালের ১৬ জুন। তিনি মালয়েশিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সালে চীনের বিখ্যাত গীতিকার লি চুং শেং-এর সাহায্যে তিনি তাইওয়ানে যান। তারপর, ১৯৯৯ সালে প্রথম অ্যালবাম প্রকাশের মাধ্যমে সঙ্গীতজগতে তার পথচলা শুরু হয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ফ্লাই এওয়েই' গানটি শোনাবো। গানটি ২০০৩ সালে রিলিজ হয়। চলুন, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৪)

বন্ধুরা, শুনছিলেন লিয়াং চিং রু'র কন্ঠে 'ফ্লাই এওয়েই' শীর্ষক গানটি। ২০০০ সালে তিনি 'সাহসী' শিরোনামে একটি গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান। এই গানের জন্য তিনি দ্বাদশ তাইওয়ান সঙ্গীত পুরস্কারের শ্রেষ্ঠ এমটিভি-র মনোনয়ন পান। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে 'ভালোবাসা, অনেক সহজ' শীর্ষক গান শোনাবো। গানটি তাইওয়ানের বিখ্যাত আর অ্যান্ড বি কন্ঠশিল্পী থাও চে রচনা করেছেন। লিয়া চিং রু ২০০৮ সালে নিজের অ্যালবামে গানটি অন্তর্ভুক্ত করেন। চলুন, আমরা একসঙ্গে শুনবো লিয়াং চিং রু'র কন্ঠে 'ভালোবাসা, অনেক সহজ' নামের গানটি।

(গান ৫)

বন্ধুরা, শুনছিলেন লিয়াং চিং রু'র কন্ঠে 'ভালোবাসা, অনেক সহজ' শীর্ষক গান। ২০০১ সালে লিয়াং চিং রু-র তৃতীয় অ্যালবাম 'উজ্জ্বল তারা' প্রকাশিত হয়। ২০০২ সালে তাঁর চতুর্থ অ্যালবাম 'আমি সূর্যোদয় পছন্দ করি' বাজারে আসে। ২০০৩ সালে তাঁর পঞ্চম অ্যালবাম 'সুন্দর জীবন' প্রকাশিত হয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'নিংসিয়া' নামের গান শোনাবো। গানটি ২০০৪ সালে রিলিজ হয়। গানের কথা লিখেছেন লি চেং ফান।  ২০০৪ সালের গ্রীষ্মকালে, চীনের নিংসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলে স্থানীয় শিশুদের সঙ্গে তিন দিন বসবাস করার পর তিনি গানটি লিখেছেন। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/ওয়াং হাইমান)