বৃষ্টিতে
2024-06-08 18:06:27

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চিয়াং ইউ হেংয়ের কন্ঠে ‘বৃষ্টিতে’ শীর্ষক গান। ১৯৯৭ সালের মার্চ মাসে চিয়াং ইউ হেং নতুন সঙ্গীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে 'ম্যাপ' শীর্ষক অ্যালবাম প্রকাশ করেন। ২০০০ সালে তিনি চীনের সিআন শহরের টিভি স্টেশন আয়োজিত এক সঙ্গীতানুষ্ঠানে অংশ নেন। ২০০১ সালে চিয়াং ইউ হেংয়ের নতুন অ্যালবাম প্রকাশিত হয়। ২০০১ সালে চিয়াং ইয়ু হেং চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি'র বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘সর্বশেষ কোমলতা’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী চৌ পি ছাংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৮৫ সালের ২৬ জুলাই হুনান প্রদেশের ছাংশা শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, সুরকার, লেখক, অভিনেত্রী ও পোষাক ডিজাইনার। ২০০৫ সালে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পান। ২০০৬ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন এবং প্রধান অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘টিনজাত মাছ’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, শুনছিলেন চৌ পি ছাংয়ের কন্ঠে ‘টিনজাত মাছ’ শীর্ষক গান। এখন শোনাবো নারী কন্ঠশিল্পী চু হুয়া’র কন্ঠে গান। তিনি ১৯৬৯ সালের ২০ ফেব্রুয়ারি হুপেই প্রদেশের উহান শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও সংগীত-প্রযোজক। তাঁর সংগীতে লোক, পপ, ক্লাসিকাল ও নিউ সেন্ট্রাল বৈশিষ্ট্য দেখা যায়। ১৯৮৫ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘আবারও বসন্তের বাতাস’ শীর্ষক গান। গানটি ২০০৪ সালে রিলিজ হয়। গানটি একটি টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, শুনছিলেন চু হুয়া’র কন্ঠে ‘আবারও বসন্তের বাতাস’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে ‘নববর্ষ এসেছে’ শীর্ষক গান শোনাবো; গেয়েছেন নারী কন্ঠশিল্পী চু মিং ইং। তিনি ১৯৫০ সালের ২২ মে শানতুং প্রদেশের লিনই জেলার ত্যফিং থানায় জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের বিখ্যাত কন্ঠশিল্পী ও নৃত্যশিল্পী। ১৯৮৬ সালে তিনি জাতীয় প্রথম পর্যায়ের অভিনেত্রীর মর্যাদা লাভ করেন। তিনি বিভিন্ন দেশে গান গেয়েছেন। এর মধ্যে বাংলা গানও আছে।

(গান ৫)

বন্ধুরা, শুনছিলেন চু মিং ইং’র কন্ঠে ‘আবারও বসন্তের বাতাস’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী চৌ রুই’র কন্ঠে ‘ভালোবাসার ফিরে আসা’ শীর্ষক গান শোনাবো। গানটি একই নামের টিভি সিরিজের থিম সং। টিভি সিরিজে সব গান তিনি গেয়েছেন। তাঁর কন্ঠ সুন্দর ও মিষ্টি। এ গানটি গাওয়ার পর তিনি চীনে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর তিনি অনেক টিভি সিরিজ ও চলচ্চিত্রে কন্ঠ দিয়েছেন। আশা করি, বন্ধুরা ‘ভালোবাসার ফিরে আসা’ শীর্ষক গান পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/ওয়াং হাইমান)