সিএমজি ইন্সটিটিউট প্রতিষ্ঠিত
2024-06-07 17:21:02

জুন ৭: আজ (শুক্রবার) চায়না মিডিয়া গ্রুপের উদ্যোগে বেইজিংয়ে সিএমজি ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। চীনের উপ-প্রচারমন্ত্রী, সিএমজির মহাপরিচালক শেন হাই সিয়োং, উপ-মহাপরিচালক ওয়াং সিয়াও চেন, চীনের সামাজিক বিজ্ঞান একাডেমির প্রধান কাও সিয়াং এতে উপস্থিত ছিলেন।

সিএমজি ইন্সটিটিউট সিএমজি’র ব্যানারে মিডিয়া মহলের সামনে এসেছে এবং আন্তর্জাতিক উচ্চমানের গবেষণা প্রতিষ্ঠানের অবস্থান বাছাই করেছে। পাশাপাশি, দেশের গুরুত্বপূর্ণ কৌশলগত চাহিদাকে কেন্দ্র করে ইনস্টিটিউট দূরদর্শী, লক্ষ্যযুক্ত এবং নীতিগত গবেষণা পরিচালনা করেছে। সিএমজি বর্তমান বিশ্বে সবচেয়ে বড় স্কেল, সর্বাধিক ফর্ম এবং সবচেয়ে বিস্তৃত কভারেজের সুবিধাসম্পন্ন ইনস্টিটিউট একটি উদ্ভাবনী মডেলে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিভা সংগ্রহ করবে। তাত্ত্বিক গবেষণা ও প্রতিভা প্রশিক্ষণকে একীভূত করে একটি বিস্তৃত প্রতিষ্ঠান তৈরি করবে, অনুশীলন এবং অন্বেষণ একীভূত করে একটি বিস্তৃত প্ল্যাটফর্ম স্থাপন করবে সিএমজি।

সিএমজির উপ-মহাপরিচালক ওয়াং সিয়াও চেন ভাষণে বলেন, সিএমজি ইনস্টিটিউট প্রতিষ্ঠা হল সিপিসি’র সাধারণ সম্পাদক সি চিন পিং-এর গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা, গুরুত্বপূর্ণ ব্যাখ্যা থেকে কাজের চিন্তাধারা খোঁজা, আরো ভালোভাবে সাংস্কৃতিক দায়িত্ব পালন করার ব্যবস্থা। ইনস্টিটিউট চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন প্রচারের থিমটি ঘনিষ্ঠভাবে অনুসরণ করবে এবং প্রধান জাতীয় কৌশলগত চাহিদার উপর ভিত্তি করে গবেষণা ও ফলাফল প্রকাশ করবে। এ ইন্সটিটিউট সিএমজি’র ৮০টি বিদেশি ভাষা প্রচার, প্রায় দুইশ’ বিদেশি স্টেশনের সুবিধা কাজে লাগিয়ে, ভালোভাবে চীনা গল্প শোনাবে এবং চীনের কণ্ঠ প্রচার করবে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)