পাঁচ বছরে ৫জি প্রযুক্তির বাণিজ্যিক প্রয়োগে ৫.৬ ট্রিলিয়ন ইউয়ান আয় হয়েছে
2024-06-07 11:30:39

জুন ৭: ২০২৪ সালের মোবাইল টেলিযোগাযোগ গুণগতমান উন্নয়ন ফোরামে চীনের শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী চাও জি কুও বলেছেন, চীনের তথ্য ও টেলিযোগাযোগ গবেষণাগারের পরিসংখ্যান অনুসারে গত ৫ বছরে ৫জি প্রযুক্তির বাণিজ্যিক প্রয়োগে মোট ৫.৬ ট্রিলিয়ন ইউয়ান আয় হয়েছে,তা কার্যকরভাবে দেশের অর্থনীতি ও সমাজের গুণগতমানের উন্নয়ন বাস্তবায়ন করেছে।

 

তিনি আরো বলেন, ২০১৯ সালের ৬ জুন ৫জি বাণিজ্যিক অনুমোদনপত্র চালু করার পর ৫জি প্রযুক্তির নির্মাণ,প্রয়োগ ও গবেষণার সমন্বয়ী উন্নয়ন বাস্তবায়ন করেছে, ইন্টারনেট অবকাঠামো ব্যবস্থাপনার উন্নত প্রযুক্তি বিশ্বে শীর্ষস্থানে দাঁড়িয়েছে, গুরুত্বপূর্ণ প্রযুক্তির নতুন অগ্রগতি অর্জিত হয়েছে,ডিজিটাল ও বাস্তব সংমিশ্রণ প্রয়োগ কার্যকর হয়েছে,নিরাপত্তা ব্যবস্থাপনার সম্পূর্ণ পরিপূরণ অর্জিত হয়েছে।

 

২০২৪ সালের এপ্রিল মাসের শেষ নাগাদ চীনে ৫জি বেস স্টেশনের সংখ্যা  ৩৭ লাখ ৪৮ হাজারে দাঁড়িয়েছে।  ৫জি নেটওয়ার্ক চীনের বিভিন্ন জেলা থেকে গ্রামে ছড়িয়ে পড়ছে।  ৯০ শতাংশেরও বেশি ৫জি বেস স্টেশনের অভিন্ন বিনিময় ও ব্যবহার বাস্তবায়ন সম্ভব হয়েছে। ৫জি শিল্পের বিশেষ নেটওয়ার্ক ৩০ হাজারটিরও বেশি।৫জি প্রযুক্তি খনিজসম্পদ,বিদ্যুৎ ও চিকিৎসাসহ বিভিন্ন শিল্পে প্রয়োগ করা সম্ভব হয়েছে।  শিল্প খাতে ৫জির কার্যকর প্রয়োগ গবেষণা ডিজাইন ও উৎপাদন প্রক্রিয়াকরণসহ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে।

এ ফোরাম চলাকালে চীনের ৩৫টি শহর ও অঞ্চলে যৌথভাবে ৫জি প্রযুক্তির উন্নয়ন ও প্রয়োগ উদ্ভাবন নিয়ে গবেষণা চলবে বলেও জানা গেছে।(সুবর্ণা/শান্তা/প্রেমা)