আর্থবাণিজ্যিক সম্পর্কে এগিয়ে যাবে চীন ও পর্তুগাল
2024-06-05 14:25:56

জুন ৫, সিএমজি বাংলা ডেস্ক: দুদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সম্মত হয়েছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও এবং পতুর্গালের অর্থনীতি মন্ত্রী পেদ্রো রেইস। মঙ্গলবার লিসবনে দ্বিপাক্ষিক আলোচনায় এই ইচ্ছা প্রকাশ করেন তারা।

এই বছরের শুরুর দিকে ম্যাকাওতে অনুষ্ঠিত চীন এবং পর্তুগিজ-ভাষী দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার ফোরামের ষষ্ঠ মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফলাফল বাস্তবায়নের জন্য পর্তুগালের সঙ্গে সহযোগিতা করার জন্য চীনের সদিচ্ছা প্রকাশ করেছেন ওয়াং।

ন্যায্য প্রতিযোগিতার বিষয়ে, তিনি ইইউ কর্তৃক গৃহীত সাম্প্রতিক বাণিজ্য সুরক্ষা ব্যবস্থার সমালোচনা করেন। তিনি বলেন, এই ব্যবস্থা গ্রহণের কারণে  পারস্পরিক উপকারী শিল্প সহযোগিতা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং ইউরোপে চীনা উদ্যোগের বিনিয়োগের আস্থাকে প্রভাবিত করেছে।

ওয়াং বলেন, সুরক্ষাবাদ একটি কার্যকর সমাধান নয় বরং একটি বিপজ্জনক শেষ পরিণতি।

তিনি অর্থনৈতিক ও বাণিজ্য উদ্বেগ সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের সাথে সমান আলোচনার আহ্বান জানান এবং চীন-ইউরোপীয় অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক উন্নত করতে সম্প্রসারিত সহযোগিতার ভিত্তিতে ন্যায্য প্রতিযোগিতার পক্ষে কথা বলেন।

ওয়াং-এর মতামতকে সমর্থন করে রেইস বলেন, সহযোগিতা সম্প্রসারণ এবং ন্যায্য প্রতিযোগিতা বাণিজ্য সুরক্ষাবাদ মোকাবেলার সঠিক পথ।

বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নে আরও ইতিবাচক শক্তির অবদান রাখতে চীনা ও পর্তুগিজ উদ্যোগের মধ্যে সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন রেইস।

শান্তা/শুভ