চীনে সিপিপিসিসি’র স্থায়ী কমিটির সপ্তম অধিবেশন শুরু
2024-06-05 11:21:28


জুন ৫: চতুর্দশ সিপিপিসিসি’র স্থায়ী কমিটির সপ্তম অধিবেশন গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে শুরু হয়েছে। অধিবেশনে "একটি উচ্চ-স্তরের সমাজতান্ত্রিক বাজার অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা"-কে কেন্দ্র করে আলোচনা হচ্ছে।

সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্থায়ী কমিটির চেয়ারম্যান ওয়াং হু নিং অধিবেশনের উদ্বোধনী আসরে সভাপতিত্ব করেন। সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও দেশের উপপ্রধানমন্ত্রী তিং সুয়ে সিয়াং অধিবেশনে একটি প্রতিবেদন উপস্থাপন করেন।

ওয়াং হু নিং তাঁর ভাষণে বলেন, একটি উচ্চ-স্তরের সমাজতান্ত্রিক বাজার অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-কেন্দ্রিক সিপিসি’র কেন্দ্রীয় কমিটির প্রস্তাবিত একটি প্রধান কাজ। এটি সিপিসি’র কুড়িতম জাতীয় কংগ্রেসে নেওয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্থায়ী কমিটির সকল সদস্যকে অবশ্যই নতুন যুগের জন্য চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের বিষয়ে সি চিন পিং-এর চিন্তাধারা পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন ও বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, সি চিন পিংয়ের অর্থনৈতিক চিন্তাভাবনাকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হবে এবং একটি উচ্চ-স্তরের সমাজতান্ত্রিক বাজার অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে গভীরভাবে আলোচনা করতে হবে, যাতে চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের মাধ্যমে চীনা জাতির মহান পুনরুত্থানের চীনা স্বপ্ন পূরণে নতুন মেধা ও শক্তি যোগানো সম্ভব হয়। (রুবি/আলিম/সুবর্ণা)