ভারতের জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন জোটের জয়
2024-06-05 11:30:19

জুন ৫: ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট এনডিএ, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে, অর্ধেকেরও বেশি আসন পেয়েছে। আজ (বুধবার) ভোরে দেশটির নির্বাচন কমিশন এ তথ্য প্রকাশ করে।

কমিশন প্রকাশিত তথ্যানুসারে, এনডিএ লোকসভা তথা পার্লামেন্টের নিম্নকক্ষের ২৯৫টি আসন পেয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী মোদির বিজিপি পেয়েছে ২৪০টি আসন। এ ছাড়া, দেশটির বৃহত্তম বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস ৯৯টি আসন পেয়েছে। আর কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স (আইএনডিআইএ) পেয়েছে মোট ২৩১টি আসন।

নির্বাচনের ফল অনুসারে, নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হতে যাচ্ছেন। তিনি হবেন জওহরলাল নেহরুর পর প্রথম রাজনীতিবিদ, যিনি টানা তিন বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ১৯ এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত ভারতের লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার ভোট পড়েছে ২০১৯ সালের চেয়ে কম। (সুবর্ণা/আলিম/রুবি)