ওয়াং লিনখাই
2024-05-31 14:18:42

ওয়াং লিনখাই বা লিল-গোস্ট ১৯৯৯ সালের ২০ মে চীনের শানতোং প্রদেশের ইয়ানথাই শহরে জন্মগ্রহণ করেন এবং ফুচিয়ান প্রদেশর সিয়ামেন শহরে বড় হন। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন র‍্যাপ গায়ক ও অভিনেতা।

 

২০১৭ সালে তিনি আইছিই’র হিপ-হপ সংগীত প্রতিভা শো ‘দ্য র‍্যাপ অফ চায়না’য় অংশ নিয়ে সারা দেশের প্রথম ৭০-এ প্রবেশ করে, আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে পা রাখেন।

২০১৮ সালের জানুয়ারিতে ওয়াং লিনখাই আইছিই’র আইডল বয় গ্রুপ প্রতিযোগিতা ও গঠনমূলক রিয়েলিটি শো— ‘আইডল প্রডিউসারে’ অংশ নেন। ২ মার্চ তিনি একক গান ‘গুড নাইট’ প্রকাশ করেন। ‘আইডল প্রডিউসার’ অনুষ্ঠানের ফাইনালে তিনি অষ্টম স্থান পেয়ে অন্য আটজন ছেলের সঙ্গে ‘নাইন পার্সেন্ট’ নামে পুরুষ গ্রুপ গঠন করে, আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। তারপর ‘নাইন পার্সেন্ট’-এর সদস্য যুক্তরাষ্ট্রে গিয়ে ২০ দিনব্যাপী পেশাগত প্রশিক্ষণ নিয়েছে। বন্ধুরা, এখন আমি আপনাদের ওয়াং লিনখাই’র একটি একক গান শোনাবো, কেমন? গানের নাম ‘আমাকে দা ভিঞ্চি  ডাকে না’। 

 

বন্ধুরা, শুনছিলেন ওয়াং লিনখাই’র গান আমাকে দা ভিঞ্চি  ডাকে না’। গানটি তাঁর ২০১৯ সালের ২০ মে প্রকাশিত প্রথম একক ইপি ‘লিল গোস্ট ২.০’ থেকে নেওয়া। ইপিতে‘আমাকে দা ভিঞ্চি  ডাকে না’সহ মোট চারটি গান রাখা হয়। ‘আমাকে দা ভিঞ্চি  ডাকে না’ গানটির কথা ও সংগীত তার নিজের সৃষ্টি। একই বছরের ৩০ আগস্টে গানটি চীনা গান সংগীত উৎসবে বছরের গোল্ডসং পুরস্কার জেতে। ৬ অক্টোবরে চুক্তির মেয়াদ শেষ হবার কারণে ‘নাইন পার্সেন্ট’ আনুষ্ঠানিকভাবে ভেঙ্গে যায়। আচ্ছা বন্ধুরা, এখন আমি ওয়াং লিনখাই’র অন্য একটি গান আপনাদের শোনাতে চাচ্ছি। গানের নাম ‘ইফ আই ক্যান’। 

২০২১ সালের ১ জানুয়ারি টিভি নাটক ‘দ্য ওয়ার্ম ভ্যালি’র থিমসং প্রকাশিত হয়। ওয়াং লিনখাই গানটিতে কণ্ঠ দেন। তিনি বৈশিষ্ট্যময় গানের সুর দিয়ে নাটকে চরিত্রের সঙ্গে উচ্চ সংগতিপূর্ণ জীবনযাপনের দৃষ্টিভঙ্গীতে গানটি গেয়েছেন। ২০২২ সালের মে মাসে ওয়াং লিনখাইয়ের প্রথম সম্পূর্ণ সৃষ্ট অ্যালবামের ওয়ার্ম আপ গান ‘স্রোতের বিপরীতে যাওয়া’ প্রকাশিত হয়। ওয়াং লিনখাই গানের কথা রচনা ও সংগীত সৃষ্টি করেন এবং গানটি পরে প্রকাশিত একই নামের অ্যালবামে রাখা হয়। আচ্ছা বন্ধুরা, তাহলে এখনই আমি আপনাদের গানটি শোনাবো। কেমন? সঙ্গে সঙ্গে শোনাব, তাঁর ‘নির্দিষ্ট সময়সীমা’ নামে গানটি। 

 

“জানার আগেই শীতকাল চলে আসে। তোমাকে ছাড়া শীতকাল। আমি একাই দু’জনের দৃশ্যে অভিনয় করি। ক্রিসমাস যা শেষ হয় না, অসম্পূর্ণ শীত। ভারী তুষার আমার হৃদয়ে জমে যাক”। কথাগুলো ওয়াং লিনখাই’র ‘তোমাকে ছাড়া শীতকাল’ গানটি থেকে নেওয়া। এটি ২০২৩ সালের ২৫ ডিসেম্বরে প্রকাশিত হয় এবং তাঁর একই নামে অ্যালবামে রাখা হয়। 

 

বন্ধুরা, কথা বলতে বলতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে ওয়াং লিনখাই’র গাওয়া ‘পিঙ্ক মার্ডার’ গানের মাধ্যমে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। গানটি র‍্যাপ ও হিপ-হপ স্টাইলের এবং ২০২০ সালের ১৪ আগস্টে প্রকাশিত হয়।