চীন-আরব অভিন্ন কল্যাণের সমাজ গড়ার কাজে গতির সঞ্চার হবে: সিএমজি সম্পাদকীয়
2024-05-31 11:32:06

মে ৩১: গতকাল (বৃহস্পতিবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চীন-আরব ফোরামের দশম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ২০২৬ সালে দ্বিতীয় চীন-আরব শীর্ষসম্মেলন আয়োজন করবে চীন। এটি চীন-আরব সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হবে বলেও তিনি বিশ্বাস করেন। বস্তুত, এটি এবারের সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য।

চীনের প্রেসিডেন্ট সি চীন-আরব সম্পর্কের পরবর্তী উন্নয়নের দিগনির্দেশনা এবং ‘পাঁচটা সহযোগিতামূলক পরিস্থিতি’ গড়ে তোলার পরিকল্পনাও উত্থাপন করেন, যাতে চীন-আরব অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার কাজে নতুন গতি সঞ্চার করা যায়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, ‘আরব দেশগুলোর সাথে চীনের সম্পর্কের ঐতিহাসিক তাত্পর্য রয়েছে।’

চলতি বছর চীন-আরব সহযোগিতা ফোরাম প্রতিষ্ঠার ২০তম বার্ষিকী। বিগত ২০ বছরে চীন-আরব সম্পর্ক আন্তর্জাতিক পরিস্থিতির অস্থিতিশীলতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং এ সম্পর্ক দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার দৃষ্টান্তে পরিণত হয়েছে। বিশেষ করে, ২০২২ সালের ডিসেম্বরে, প্রথম চীন-আরব শীর্ষসম্মেলনে ‘নতুন সময়পর্বে চীন-আরব অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলায় সর্বাত্মক প্রচেষ্টা চালানো’-র প্রস্তাব উত্থাপনের পর, চীন-আরব সহযোগিতা থেকে অনেক সাফল্য অর্জিত হয়। বর্তমানে, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় ২২টি আরবদেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এতে দু’পক্ষের ২০০ কোটি জনগণ উপকৃত হচ্ছেন। চীন-আরব বাস্তব সহযোগিতার আওতায় ‘আটটি যৌথ কার্যক্রমে’ গুরুত্বপূর্ণ প্রাথমিক ফলাফলও অর্জিত হয়েছে।

বর্তমান বিশ্ব এক অশান্ত  সময়পর্ব অতিক্রম করছে। চীন ও আরব দেশগুলোতে জাতীয় পুনরুদ্ধারকাজ চলছে। তাই, দু’পক্ষের মধ্যে সহযোগিতা জোরদার করা জরুরি। গত বছর সৌদি আরব ও ইরানের ঐতিহাসিক বোঝাপড়া এবং বেইজিংয়ে হামাস ও ফাতাহের সংলাপ থেকে আরব বিশ্ব উপলব্ধি করেছে যে, মধ্যপ্রাচ্যে শান্তি ও উন্নয়নে সহায়তা দেওয়ার ব্যাপারে চীনের সদিচ্ছা আছে। এই পটভূমিতে, প্রথম চীন-আরব শীর্ষসম্মেলনের পর আয়োজিত, প্রথম মন্ত্রী পর্যায়ের সম্মেলন হিসেবে, এবারের সম্মেলনের তাত্পর্য আছে।

লক্ষ্য করার বিষয় যে, বাহরাইন, মিসর, তিউনিসিয়া ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপ্রধানগণ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। একটি আরব পত্রিকা সম্পাদকীয়তে লিখেছে, চার আরব রাষ্ট্রপ্রধানের অংশগ্রহণের মধ্য দিয়ে চীন-আরব সহযোগিতার গুরুত্ব প্রতিফলিত হয়েছে এবং চীন-আরব সম্পর্ককে নতুন স্তরে উন্নীত করতে দু’পক্ষের দৃঢ়প্রতিজ্ঞা ফুটে উঠেছে। চীন ও আরব পক্ষ ‘বেইজিং ঘোষণা’  এবং ‘চীন-আরব সহযোগিতা ফোরামের ২০২৪-২০২৬ সালের কার্যক্রমের নির্বাহী পরিকল্পনা’-সহ বিভিন্ন দলিল স্বাক্ষর করেছে। এ সবই সম্পর্ক সুদৃঢ় করতে দু’পক্ষের দৃঢ়প্রতিজ্ঞার প্রতিফলন।

একটি নতুন সূচনায় দাঁড়িয়ে, চীন ও আরব দেশগুলোকে একটি অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে কোন কোন দিকে জোর দিতে হবে? চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জোর দিয়ে বলেন যে, চীন ও আরবদেশগুলোকে ‘বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে’, ‘উচ্চ গুণগত মানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়নের দৃষ্টান্ত স্থাপন করতে’, ‘বিভিন্ন সভ্যতার মধ্যে সহাবস্থানের দৃষ্টান্ত স্থাপন করতে’, ‘বৈশ্বিক ব্যবস্থাপনায় সঠিক পদ্ধতি অন্বেষণের দৃষ্টান্ত স্থাপন করতে’ অবিরাম কাজ করে যেতে হবে। আর এগুলো চীন ও আরব বিশ্বের মধ্যে সহযোগিতা উন্নয়নের বাস্তব চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ। চীন-আরব অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার কাজের দিগনির্দেশনাও দিয়েছে এটি।  

লক্ষ্য থাকলে তা অর্জনের জন্য নির্দিষ্ট কাজও করতে হবে। আরব বিশ্বের সাথে ‘আটটি যৌথ কার্যক্রম’-এর ভিত্তিতে, যৌথভাবে ‘পাঁচটি সহযোগিতামূলক পরিস্থিতি’ গড়ে তোলার প্রস্তাব করেছে চীন। এতে অব্যাহতভাবে প্রযুক্তি, অর্থ, পণ্য এবং মানুষের প্রবাহের ক্ষেত্র প্রসারিত হবে এবং ব্যাপকভাবে চীন ও আরব বিশ্বের জনগণ উপকৃত হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)